1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

তুরাগ তীরে ৫ দিনব্যাপী ইজতেমা শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

গাজীপুর: ঙ্গীতে তুরাগ নদের তীরে আজ শুক্রবার (২৯ নভেম্বর) ফজরের পর থেকে টঙ্গীতে তুরাগ নদের তীরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। আগামী (৩ ডিসেম্বর) মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানে ওলামায়ে কেরামগণ জোড় ইজতেমায় অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। জোড় ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন মাওলানা জোবায়ের পন্থিরা। এরপর ২০ থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থিরা।

ইজতেমা ময়দানে অবস্থানরত মুরুব্বিরা জানান, প্রতিবছরেই ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় হয়ে থাকে।   এখানে তাবলীগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারী ও বড়দের রাহবারী নেয়ার সুবর্ণ সুযোগ পান। যার জন্য  পুরো বছর অপেক্ষায় থাকেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাহিরের শুরায়ী নেজামের মুরুব্বিরা একত্রিত হয়েছেন। ৫ দিনের জোড় দাওয়াতের কাজের চেতনার স্পন্দন। দাওয়াতের কাজের এক গভীর পদরেখা এখান থেকে অঙ্কিত হয়। যে নকশার উপর কাজ ও কাজের সাথীদের পথ চলতে হয়। বার্ষিক এই একটি আয়োজন কাজের পথকে সঠিক ও মসৃণ রাখতে মূল চালিকাশক্তির কাজ করে। এই জোড় থেকে আগামী এক বছর কাজের ব্যাপারে সঠিক রাহবারী পাওয়া যায়। পুরো বছরের কাজের আজাইম বা পরিকল্পনা গ্রহণ করা হয়।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজাম (মিডিয়া সমন্বয়ক) হাবিবুল্লাহ রায়হান জানান, আজ থেকে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের ভাই নাঈম শাহ সাহেব, জুমা’র আগে কারগুজারীর আমল হয়। এ সময় কথা বলেন ফারুক সাব (ব্যাঙ্গালোর)।

তিনি আরও জানান, বাদ জুমা বয়ান করেন মাওলানা রবিউল হক সাহেব, বাদ আছর বয়ান করবেন মাওলানা ওমর ফারুক সাহেব, বাদ মাগরিবের পর কারগুজারী আমল হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com