1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

আগুন লাগিয়ে সাবেক প্রেমিককে হত্যা, নার্গিস ফাখরির বোন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরিকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। আলিয়ার বিরুদ্ধে প্রাক্তন প্রেমিক ও তার বান্ধবীকে হত্যার অভিযোগ রয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, আলিয়া একটি দোতলা গ্যারেজে আগুন লাগিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর ফলে এডওয়ার্ড জেকবস (৩৫) ও আনাস্তাসিয়া এটিনি (৩৩)-এর মৃত্যু হয়। দুজন যখন গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর অনেকেই আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছেন। এদের মধ্যে একজন জানিয়েছেন, কথায় কথায় একাধিকবার প্রাক্তন প্রেমিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন আলিয়া। কিন্তু সেই সময় তারা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসিতে উড়িয়ে দিয়েছেন।

জানা যায়, আলিয়ার জন্ম আমেরিকার কুইনস এলাকাতে। সেখানেই বড় হয়ে ওঠা। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডওয়ার্ড জেকবস। তার বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন। নিউ ইয়র্কের কুইন্সে গত ২ নভেম্বর সকালে আলিয়া একটি বাড়ির গ্যারেজে যেয়ে চিৎকার করে বলেন, আজকে তোমাদের সবাইকে মরতে হবে। শব্দ পেয়ে একজন প্রত্যক্ষদর্শী এসে দেখেন বাড়িতে আগুন লেগে গেছে। এ সময় বাড়ির ভেতরে আলিয়ার সাবেক প্রেমিক এডওয়ার্ড জ্যাকবস (৩৫) ঘুমচ্ছিলেন এবং তার বান্ধবী অ্যানাস্টাসিয়া এটিয়েন (৩৩) আগুনের ধোঁয়া দেখে নিচে আসেন। তবে তিনি জ্যাকবসকে উদ্ধার করতে আবারও বাড়ির ভেতরে ফিরে যান। তারা দুইজনই অতিরিক্ত তাপ এবং ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে মারা যান।

এ ঘটনায় আলিয়া ফাখরিকে গ্রেপ্তার করা হয়েছে। দোষী সাব্যস্ত করা হলে, তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। জ্যাকবসের মা বলেছেন যে, এক বছর আগে তার ছেলে আলিয়াকে ছেড়ে দেয়, এবং আলিয়া সে কারণে ক্ষুব্ধ ছিলেন।

নার্গিস এবং আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা মোহাম্মদ ফাখরি পাকিস্তানের নাগরিক। মা মেরি ফকিরি চেক রিপাবলিকের নাগরিক। মেরি নিজেই পুলিশ অফিসার ছিলেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এই মামলায় আলিয়ার জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com