ঢাকা : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুকের পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মো. তৌহিদ হোসেন বলেন, মিয়ানমার, বর্ডার ইস্যু, রোহিঙ্গা ইস্যুতে থাইল্যান্ডে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা হবে। ১৩ লাখ রোহিঙ্গাকে যাতে নিরাপদ প্রত্যাবাসন করাতে পারি এ বিষয়টি আমরা তুলে ধরব।
তিনি আরও বলেন, মিশরের কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা হবে। সাইডলাইনে কিছু মিটিং হবে।