ঢাকা : রাজধানী মিরপুর ১১ নম্বর বাংলা স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। মেলায় নারীদের হাতে তৈরি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, শিশুদের খেলনা, এবং বাড়ির সৌন্দর্যবর্ধনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হচ্ছে। ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে উদ্বোধনের পর থেকেই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। মেলায় ৬০টি স্টলে নারীদের তৈরি জায়নামাজ, বেডশিট, চাদর, ওড়না, ও অন্যান্য হস্তশিল্পের সমাহার রয়েছে।
এছাড়া, মেলায় বাঙালির ঐতিহ্যবাহী পিঠা-পুলির স্টলও দেখা যাচ্ছে, যা দর্শনার্থীদের আকর্ষণ করছে। মেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। উদ্বোধনী বক্তব্যের পর তিনি মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন।
মেলার আয়োজন করেন নারী সফলতার অগ্রযাত্রা প্রতিষ্ঠাতা নাজনীন আক্তার। তিনি বলেন, মেলায় নারীদের তৈরি নানা ধরনের পণ্যের প্রদর্শনীর মাধ্যমে ব্যবসার প্রসার এবং নারীদের কাজ ও সফলতাকে স্বীকৃতি দেওয়াই মেলার মূল লক্ষ্য। মেলা ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এছাড়া, মেলায় হাতের সুই-সুঁতোয় তৈরি ছবি, আয়না, পটারি শো-পিছ, গ্রিল ফুলদানি, মশারির কভার, মাকরেন, পাশ বালিশ কভার, পাপোষ, কাঁচের জার, মাটির টব, ডাইনিং সেট, বেডশিট, ফুলের চাকা, টিস্যু হোল্ডার, কুশন, নামাজের হিজাব, নকশি কাঁথা সহ নানা ধরনের হস্তশিল্প রয়েছে।
মেলায় উপস্থিত দর্শনার্থীরা ফুচকা, চটপটি, পিঠা, ফাস্টফুড, চা-কফি, প্রসাধনী, শীতবস্ত্র, থ্রি পিস, রূপচর্চা প্রসাধনী, এবং অর্গানিক পণ্যসহ নানা সামগ্রী কিনতে ভিড় জমাচ্ছেন।
নাজনীন আক্তার বলেন, “বাংলাদেশের নারীরা বর্তমানে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছেন এবং তাদের কঠোর পরিশ্রম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে আলোকিত পথে নিয়ে যাচ্ছেন। নারী উদ্যোক্তাদের জন্য ই-শপিংয়ের মাধ্যমে ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, এবং ঘরে বসেই হস্তশিল্প বিক্রি করে বড় অঙ্কের আয় করা সম্ভব।”
তিনি আরও বলেন, “নারী উদ্যোক্তাদের আরও সহায়তা দিতে হবে এবং তাদের সঠিক সাপোর্ট প্রদান করা হবে, যাতে তারা ব্যবসায় সফলতার শীর্ষে পৌঁছাতে পারেন।”
এই মেলা নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।