ঢাকা : রাজধানীর পূর্বাচলে গাড়ির ধাক্কায় বুয়েটশিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় আটক তিনজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) রূপগঞ্জ থানা পুলিশ এ আবেদন করলে ছুটির দিন হওয়ায় শুনানির জন্য আগামী রোববার তারিখ নির্ধারণ করেন আদালত।
এ তথ্য নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন মুবিন আল মামুন, মো. মিরাজুল করিম ও আসিফ চৌধুরী।
আদালত চত্বরে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু রায়হান গণমাধ্যমকে বলেন, গতরাতে খুব কুয়াশা ছিল এবং সড়কে সংকেতবিহীন চেকপোস্ট ছিল। গাড়িটি হঠাৎই চেকপোস্টের ব্যারিকেডে ধাক্কা দেয় এবং ব্যারিকেডটি পরে মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, পূর্বাচল এলাকায় ঘন ঘন অপরাধ সংঘটিত হচ্ছিল। এ কারণে দুই সপ্তাহ ধরে ৩০০ ফুট সড়কের ওই জায়গায় চেকপোস্ট বসায় পুলিশ। নির্দিষ্ট দূরত্বে এর সংকেতও ছিল। তিনি আরও জানান, ঘটনার পর প্রাইভেটকারের চালকের আসনে থাকা মুবিন ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে তল্লাশিচৌকিতে একটি মোটরসাইকেল থামায় পুলিশ। মোটরসাইকেল আরোহী তিনজন সেখানে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কথা বলার সময় একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী বুয়েট শিক্ষার্থী মুহতাসিম নিহত হন। গুরুতর আহত হন বুয়েটের আরও দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। তারা সিএসই বিভাগের শিক্ষার্থী।
ঘটনার পর প্রাইভেটকারটি তল্লাশি করে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।