1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

শরণার্থীদের জন্য সীমান্ত খোলা রাখার প্রতিশ্রুতি দিলেন এরদোগান

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরীয় সরকারি বাহিনীর হামলায় ৩৩ তুর্কিশ সেনা নিহত হওয়ার পর ইউরোপমুখী শরণার্থীদের সীমান্ত খুলে দিয়েছে তুরস্ক।

শনিবার দেশটির এক শীর্ষ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোগান বলেন, তার সরকার শরণার্থীদের তুরস্ক থেকে ইউরোপে যাওয়ার অনুমতি দেওয়া শুরু করেছে। আমরা এই দরজা বন্ধ করবো না। ইউরোপীয় ইউনিয়নের উচিত তাদের প্রতিশ্রুতি পালন করা।

তিনি আরো বলেন, শুক্রবার হতে ১৮ হাজার শরণার্থী তুর্কির সঙ্গে ইউরোপ সীমান্তে জড়ো হয়েছে। এই সংখ্যা ৩০ হাজার দাঁড়াবে। ইতোমধ্যে ৬০ লক্ষ সিরিয়ান নাগরিক যারা শরণার্থী বারবার সংকেত দিচ্ছে।

এতে ২০১৫-২০১৬ সালে গ্রিসের সমুদ্র হয়ে ১০ লাখ লোক ইউরোপমুখে যাত্রা করেছিল। এছাড়াও বলকান হয়ে পায়ে হেঁটে তারা সীমান্ত অতিক্রম করেন। পরে ইউরোপের সঙ্গে চুক্তি অনুসারে সীমান্ত বন্ধ ঘোষণা করে তুরস্ক। ডিসেম্বর পর্যন্ত তুর্কিশ সীমান্তের কাছে সিরিয়ার ভেতরে ১০ লাখ বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়েছেন। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তুরস্ক ইতোমধ্যে তিন লাখ ৭০ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!