1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

কক্সবাজারে ১৯ বনকর্মীকে অপহরণ করল কারা?

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফ জাদিমুড়ার পশ্চিম এলাকায় অপহরণেরে এ ঘটনা ঘটে। টেকনাফ ইউএনও শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃতরা হলেন- আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)। দুইজনের নাম পাওয়া যায়নি।

এ বিষয়ে ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ে বনায়নের কাজ করছিলেন বনকর্মীরা। আজ সকালেও সেখানে চারা রোপণ ও আগাছা পরিষ্কার করতে গিয়েছিলেন বেশকিছু বনকর্মী। সেখান থেকে ১৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

-কালবেলা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com