নোয়াখালী : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার নিয়ে বই বিতরণ করেছে বিএনপি নেতা মো. তাজুল ইসলাম। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমালোচনার মুখে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে আরেক পোস্টে তিনি এই ব্যানার সাঁটানোর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গতবছরের ব্যানার দিয়েই এ বছর বই বিতরণ করা হয়েছে। তাই এমনটা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে নোয়াখালীর চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বই বিতরণের ওই ছবি পোস্ট করলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে দাবি করে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের বিচার দাবি করেন তিনি।
জানা যায়, উপজেলার বিদ্যালয়গুলোতে বুধবার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বই উৎসব না হলেও কিছু বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের আয়োজন করে কর্তৃপক্ষ। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন। এদিন সকালে অতিথি হয়ে বিএনপি নেতা তাজুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। পরে আবার সেই ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়েন। ব্যানারে শেখ হাসিনার ছবি থাকায় নেটিজেনরা বিরূপ মন্তব্য করেন। তাৎক্ষণিক আরেকটি পোস্টের মাধ্যমে তাজুল ইসলাম সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, ‘আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে।’
চাটখিল উপজেলার শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটওয়ারি কালবেলাকে বলেন, ‘বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। সাবেক প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’