1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

সীমান্তরক্ষী দিয়ে পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে চাইছে কেন্দ্র সরকার: মমতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) দিয়ে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, বিএসএফ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশের অনুমতি দিচ্ছ। বিএসএফের এই মনোভাবের পেছনে তিনি ‘কেন্দ্রীয় সরকারের নীলনকশা’ দেখতে পাচ্ছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়েছি বিএসএফ ইসলামপুর, সিতাই, চোপড়া এবং অন্যান্য বেশ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে। বিএসএফ মানুষের উপর অত্যাচার করছে এবং রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর পেছনে কেন্দ্রীয় সরকারের নীলনকশা রয়েছে। তিনি বলেন, সীমান্তের উভয় পাশেই শান্তি চাই। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক রাজীব কুমারকে অনুপ্রবেশকারীরা কোথায় রয়েছে, তা খুঁজে বের করার নির্দেশও দিয়েছেন মমতা।

সেই সঙ্গে ভারতের কেন্দ্র সরকারকে প্রতিবাদপত্র পাঠানোর কথা জানিয়ে তিনি বলেন, আমি কেন্দ্রীয় সরকারকে বহুবার বলেছি, আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের পথ। কিন্তু আমি যদি দেখি কেউ আমার রাজ্যকে অশান্ত করার জন্য সন্ত্রাসকে সমর্থন করছে, তাহলে আমাদের প্রতিবাদ করতেই হবে। এ জন্য আমরা প্রতিবাদপত্র পাঠাব।

তথ্যসূত্র: ইন্ডিয়া টিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com