মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরে মানসিক জ্যোতি বেগম (২৭) নামে ভারসাম্যহীন তালাকপ্রাপ্ত ছোট বোনকে হত্যার অভিযোগে সহোদর বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে ছোট বোনকে পেনোর ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার তারাকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে সহোদর বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনি তালাকপ্রাপ্তা মানসিক ভারসাম্যহীন ছোট বোন জ্যোতি বেগমকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরদিন শনিবার (১১জানুয়ারি) আহত জ্যোতি বেগম বেলা ১১টার দিকে মারা যায়।
খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ দুপুরে জ্যোতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। একইসাথে বড় ভাই জাহাঙ্গীর ওরফে জনিকে গ্রেফতার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।