1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

নাহিদ রানার বিশ্রাম নিয়ে যা বললেন আর্থার

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলের শুরু থেকেই খেলছেন নাহিদ রানা। বিপিএলের আগে ছিলেন আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও। স্বাভাবিকভাবেই তার বিশ্রাম নিয়ে উঠেছে কথা। পেসারদের টানা ম্যাচ খেললে সম্ভাবনা রয়েছে ইনজুরির। যদিও নাহিদ কয়েকদিন আগে জানিয়েছিলেন বোর্ডও (বিসিবি) তার ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নিয়ে দিক নির্দেশনা দিয়েছে। তবে রংপুর কোচ মিকি আর্থার অবশ্য নাহিদকে নিয়ে জানালেন ভিন্ন কথা।

আজ সিলেটে আর্থার বলেন, ‘আমরা দেখব সামনে কী হয়। খেলোয়াড়দের বিশ্রাম দেয়া এবং খেলানোর ব্যাপারটি মজার। আন্ডারবোলিং (কম বোলিং) বা ওভার বোলিংয়ের (বেশি বোলিং) ব্যাপারটিও। তার বয়স মাত্র ২৪। এখনই সে দারুণ। আমরা যদি তাকে বিশ্রাম দেয়ার সুযোগ পাই তাহলে দিবো। এখানে দাঁড়িয়ে বলা খুব কঠিন যে আমরা কাদের বিশ্রাম দিবো অথবা কাদের খেলাবো।’

মিকি আর্থারের মন্তব্য, ‘আমরা খুব ভালো একটি দল পেয়েছি, সেভাবেই সাজিয়েছি দলটি। আমাদের মাঝের ওভারগুলোতে দুইজন ফাস্ট বোলার আছে। আমাদের স্পিনাররাও ভালো পারফর্ম করছে। এই ধারা বজায় রাখাটাও জরুরি। আমরা তাকে বিশ্রাম দেই বা না দেই, না খেললে বুঝতে পারব না সে ক্লান্ত আছে নাকি নেই। আমরা দেখব পরের রাউন্ডে সব কীভাবে যায়।’

প্লে-অফের দৌড়ে রংপুর এগিয়ে গেলেও কোনো ম্যাচে ছাড় দিতে রাজি নন আর্থার, ‘আমি মনে করি এই লিগের মান খুবই ভালো। বিশেষ করে এই কন্ডিশনের মধ্যে এই টুর্নামেন্টে টিকে থাকা দারুণ ব্যাপার। আমার মনে হয় সব দলেই ম্যাচ উইনিং ক্রিকেটাররা আছে। যার কারণে সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’

নিজের খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার প্রসঙ্গে অভিজ্ঞ এই কোচের মন্তব্য, ‘কন্ডিশন সাপেক্ষে আমাদের দলের গভীরতা আছে। ঢাকায় আমাদের তিনটি বড় ম্যাচ আছে। সেখানে আগে এতো শিশির ছিল না, কিন্তু এখন আরও বেশি শিশিরকণা। আমার মনে হয় দলের সব খেলোয়াড়েরই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সামর্থ্য আছে এবং যা প্রয়োজন সেটা করার সামর্থ্যও আছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com