1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

মেক্সিকোতে ৬.২ মাত্রার ভূমিকম্প

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রবিবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। তবে এ পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোয়ালকোমান দে ভাজকেজ পালারেস থেকে আট কিলোমিটার দূরে। এটি প্রায় ২০ হাজার জনসংখ্যার একটি পৌরসভা, যা মেক্সিকো সিটি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পটি ৮৬.২ কিলোমিটার গভীরে আঘাত হানে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, জাতীয় জরুরি পরিষেবা সংস্থা কোনো নতুন পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে এবং কোয়ালকোমানে পর্যালোচনা প্রটোকল শুরু হয়েছে।

মেক্সিকো পাঁচটি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত, যা দেশটিকে বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত করে তুলেছে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর। ১৯৮৫ সালে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৮.১ মাত্রার একটি ভূমিকম্প কেন্দ্রীভূত হয়ে মধ্য ও দক্ষিণ মেক্সিকোর বড় অংশে ধ্বংসযজ্ঞ চালায়, হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং মেক্সিকো সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com