1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

কচ্ছপের সহায়তায় লোহিত সাগরে গুপ্ত তৃণভূমি আবিষ্কার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
এক্সক্লুসিভ ডেস্ক : লোহিত সাগরের তলদেশে এমন কিছু সমুদ্রঘাসের বিরল সমাবেশ আবিষ্কৃত হয়েছে, যেগুলো সম্পর্কে গবেষকরা আগে জানতেন না। এক প্রজাতির সবুজ কচ্ছপকে অনুসরণ করার মাধ্যমে গবেষকরা লোহিত সাগরের বুকে এ পর্যন্ত ৩৪টি তৃণভূমি শনাক্ত করেছেন।

সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য সরকারের সহায়তায় এই গবেষণাকর্ম পরিচালিত হয়। এই গবেষণার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে, সবুজ কচ্ছপের গতিবিধি অনুসরণের মাধ্যমে সাগরের তলদেশের ইকোসিস্টেম সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব।

গবেষকরা বলেছেন, সমুদ্রঘাস, ম্যানগ্রোভ অঞ্চল আর লবণাক্ত জলাভূমি ব্লু কার্বন শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্লু কার্বন অনেক ক্ষেত্রে রেইনফরেস্টের চেয়ে বেশি উপকারী প্রমাণিত হতে পারে।

গবেষকরা ৫৩টি সবুজ কচ্ছপের গতিবিধি অনুসরণের মাধ্যমে লোহিত সাগরের ৩৪টি তৃণভূমি আবিষ্কার করেছেন।

এই গবেষণায় নেতৃত্ব দেন কিং আবদুল্লাহ ইউনিভার্সিটির ‘ইবনে সিনা ডিস্টিঙ্গুইশড প্রফেসর’ কার্লোস দুয়ার্তে। তিনি বলেন, ‘সমুদ্রঘাস শনাক্তের প্রথাগত পদ্ধতির মধ্যে রয়েছে অ্যারিয়াল সার্ভে, হাইপারস্পেকট্রাল সেন্সর ও লিডার সেন্সর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com