এক্সক্লুসিভ ডেস্ক : লোহিত সাগরের তলদেশে এমন কিছু সমুদ্রঘাসের বিরল সমাবেশ আবিষ্কৃত হয়েছে, যেগুলো সম্পর্কে গবেষকরা আগে জানতেন না। এক প্রজাতির সবুজ কচ্ছপকে অনুসরণ করার মাধ্যমে গবেষকরা লোহিত সাগরের বুকে এ পর্যন্ত ৩৪টি তৃণভূমি শনাক্ত করেছেন।
সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য সরকারের সহায়তায় এই গবেষণাকর্ম পরিচালিত হয়। এই গবেষণার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে, সবুজ কচ্ছপের গতিবিধি অনুসরণের মাধ্যমে সাগরের তলদেশের ইকোসিস্টেম সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব।
কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকদল বলেছেন, সাগরের তলদেশের ইকোসিস্টেম সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে কার্বন ক্যাপচার ও অর্থনৈতিক স্থায়িত্ব নিশ্চিত পদক্ষেপ নেওয়া সম্ভব। বিশেষ করে লোহিত সাগরীয় অঞ্চলের উন্নয়নমূলক নীতিমালা প্রণয়নের মূল্যবান ডাটা পাওয়া যাবে।
গবেষকরা বলেছেন, সমুদ্রঘাস, ম্যানগ্রোভ অঞ্চল আর লবণাক্ত জলাভূমি ব্লু কার্বন শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্লু কার্বন অনেক ক্ষেত্রে রেইনফরেস্টের চেয়ে বেশি উপকারী প্রমাণিত হতে পারে।
গবেষকরা জানান, স্যাটেলাইট জরিপের মাধ্যমে এই গ্রহবাসী বিশ্বের সমুদ্রঘাসের মাত্র ১০ শতাংশ শনাক্ত করতে পেরেছে। এসব ঘাস সমুদ্রের অগভীর অঞ্চলে গজায়। পানির গভীরতা বাড়লে এই ঘাসের পরিমাণ কমে।
গবেষকরা ৫৩টি সবুজ কচ্ছপের গতিবিধি অনুসরণের মাধ্যমে লোহিত সাগরের ৩৪টি তৃণভূমি আবিষ্কার করেছেন।এর আগে গবেষকরা সাধারণত অ্যালেন কোরাল অ্যাটলাস নামক ম্যাপ ব্যবহার করে সমুদ্রঘাসের খোঁজ করতেন। গবেষকরা দাবি করেন, সমুদ্রঘাসের অবস্থান শনাক্ত করতে অ্যালেন কোরাল অ্যাটলাসের চেয়ে ২০ বেশি কার্যকর হচ্ছে সবুজ কচ্ছপ। বিশেষ করে গভীর সমুদ্রে।
এই গবেষণায় নেতৃত্ব দেন কিং আবদুল্লাহ ইউনিভার্সিটির ‘ইবনে সিনা ডিস্টিঙ্গুইশড প্রফেসর’ কার্লোস দুয়ার্তে। তিনি বলেন, ‘সমুদ্রঘাস শনাক্তের প্রথাগত পদ্ধতির মধ্যে রয়েছে অ্যারিয়াল সার্ভে, হাইপারস্পেকট্রাল সেন্সর ও লিডার সেন্সর।এতে লাখ লাখ ডলার ব্যয় হয়। অথচ সবুজ কচ্ছপকে কাজে লাগালে তার এক ভাগও খরচ হয় না। সূত্র : এরাব নিউজ