যুদ্ধবিরতি স্থানীয় সময় রবিবার সকাল সোয়া ১১টায় কার্যকর হয়। এর আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস তিনজন নারী জিম্মির একটি তালিকা ইসরায়েলের কাছে হস্তান্তর করে।
যুদ্ধবিরতি স্থানীয় সময় রবিবার সকাল সোয়া ১১টায় কার্যকর হয়। এর আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস তিনজন নারী জিম্মির একটি তালিকা ইসরায়েলের কাছে হস্তান্তর করে।
‘আমরা বেঁচে ফিরেছি’
গাজার স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীদেরও রাস্তায় উদযাপন করতে দেখা গেছে। অনলাইনে শেয়ার করা ও আলজাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকটি সিভিল ডিফেন্স টিম গান গাইছে ও বিজয়ের প্রতীক দেখাচ্ছে।
দেইর এল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের বাইরে থেকে আলজাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে চুক্তি লঙ্ঘনের কোনো খবর পাওয়া যায়নি।
আলজাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি খান ইউনিস থেকে জানান, দক্ষিণাঞ্চলীয় শহর রাফার বাসিন্দারা ইসরায়েলের হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞকে ‘মারাত্মক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘তারা তাদের নিজ এলাকার অবস্থানও বুঝতে পারছে না। তবু মানুষ খুব খুশি। সবাই হাসছে, সবাই স্লোগান দিচ্ছে। বেশির ভাগ ফিলিস্তিনি বলছেন, আমরা এই যুদ্ধ থেকে জীবিত ফিরে এসেছি।’
‘অনিশ্চয়তা ও উদ্বেগ’
হাসপাতালের আঙিনা থেকে আলজাজিরার মাহমুদ জানান, সেখানে ফিলিস্তিনি পরিবারগুলো তাদের তাঁবু খুলে ফেলছে এবং যুদ্ধের সময় যেসব বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, সেসব বাড়িতে ফিরে যেতে প্রস্তুত হচ্ছে। তিনি বলেন, ‘এখানে আমরা যা দেখছি তা হলো, পরিবারগুলো উত্তেজনার সঙ্গে তাদের জিনিসপত্র জড়ো করছে। হাসপাতালের ফটক ছেড়ে যাওয়ার সময় তাদের মুখে উত্তেজনার চিহ্ন স্পষ্ট।’
খান ইউনিসে বসবাসরত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আনোয়ার জানান, তিনি রাফায় ফিরে যাওয়ার আশা করছেন। যদিও তার বাড়ি ধ্বংস হয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, ‘আমি সেখানে যাব এবং আমার পরিবারের আট সদস্যের সঙ্গে থাকার জন্য একটি তাঁবু খাটানোর জায়গা খুঁজব। আমাকে আমার শহরে ফিরে যেতে হবে। আমাকে সেখানে যেতে হবে, যেখানে আমি জন্মগ্রহণ করেছি।’
আনোয়ার জানান, এই কয়েক মাস যুদ্ধ ছিল ‘একটি দুঃস্বপ্নের মতো’। তিনি বলেন, ‘এটি আক্ষরিক অর্থেই একটি দুঃস্বপ্ন ছিল, যেন আমরা স্বপ্ন দেখছিলাম এবং তারপর আবার জেগে উঠেছি।’
এই ফিলিস্তিনি আরো জানান, তিনি ও তার পরিবার অস্থায়ী তাঁবুতে বাস করছিলেন, যেখানে যথেষ্ট খাবার বা পানি ছিল না এবং পণ্যের দাম ‘ব্যাপক বেশি’ ছিল।
গাজা সিটির বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারী নূর সাক্কা বলেন, তিনি এক ‘অভিভূতকারী আবেগের মিশ্রণ’ অনুভব করছেন। তিনি আলজাজিরাকে রাফা থেকে বলেন, ‘আমরা সম্পূর্ণরূপে স্বস্তি বোধ করতে পারিনি। শুধু এই ১৫ মাস কতটা চাপপূর্ণ ছিল সে কারণে নয়, বরং যুদ্ধবিরতির কারণেও। কারণ এটি একসঙ্গে ঘোষণা ও বাস্তবায়নের পরিবর্তে খণ্ডিতভাবে হচ্ছে।’
সাক্কা আরো বলেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে গাজা সিটির অন্যা ফিলিস্তিনিদের মতো তিনি ও তার পরিবারের বাড়িতে ফিরতে না পারায় এই অবস্থার কারণে জনগণ ‘আরো বেশি মানসিক চাপে’ রয়েছে। ‘আমরা এমন অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে বসবাস করছি যে এই স্বস্তিটাও সম্পূর্ণ নয়।’