1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্ষমতা না থাকলেও থেমে নেই লুটপাট, হরিলুট চলছে থোক বরাদ্দের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ২৯০ জনকে চিকিৎসা দিয়েছি: ডা. এনামুর কঙ্গোর বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ নিল এম২৩ বিদ্রোহীরা ২৩ বছর বয়সেই ২৫০ কোটির সম্পদের মালিক জান্নাত ভোলাগঞ্জে পাথর চুরি: রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য বরখাস্ত অবৈধ বালু উত্তোলন: ৪০ মিনি ড্রেজার, অসংখ্য টাওয়ার ও পাইপ ধ্বংস এ সময় শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো কারো জন্যই শুভ নয়: রিজওয়ানা বিচারপতি মানিকের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না শ্রমিকদের কর্মবিরতি, খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

অল্পের জন্য রক্ষা পেলো ১২০০ ট্রেনযাত্রীর প্রাণ

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

গাজীপুর : অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ১ হাজার ২০০ যাত্রীর প্রাণ। লাল পতাকা দেখে বাঁকা হয়ে যাওয়া রেললাইনের ৪০ মিটার আগে দ্রুতগামী ট্রেনটি থামালে দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, ট্রেনটি থামার মাত্র আধা ঘণ্টা আগে আরেকটি ট্রেন এই লাইন অতিক্রম করে গেছে। পরে রেলের কর্মীরা এখানে এসে দেখতে পান ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি রেললাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে স্লিপার লক ভেঙে সরে গেছে। এ সময় রেলের নিরাপত্তাকর্মীরা বিষয়টি দেখতে পান। তারা বেঁকে যাওয়া রেললাইনের পাশে লাল পতাকা টানিয়ে দেন।

এদিকে, দ্রুতগামী চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম রেলস্টেশন অতিক্রম করে কিছু দূর এগিয়ে রেললাইনের ওপর লাল পতাকা দেখতে পায়। বিপদ চিহ্ন দেখে ট্রেনটি বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরে এসে থেমে যায়।

ঢাকা-চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘ধীরাশ্রম এলাকায় এসে রেললাইনের ওপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিকভাবে নির্দেশ দিলে ট্রেনটি এখানে থামানো হয়। পরে নেমে এসে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে ঘটনা জানা যায়।’

গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী গণমাধ্যমকে বলেন, ‘ধীরাশ্রম এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকা থেকে চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে আটকে আছে। লাইন মেরামত করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করবে। এ ঘটনার কারণে ঢাকা-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপলাইনটি বন্ধ রয়েছে। অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com