1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জালে আটকা দয়াল বাহিনীর ৩ ডাকাত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সুন্দরবনের দুবলারচর এলাকায় জেলেদের জিম্মি করার সময় তিন জলদস্যু ডাকাতকে গণধোলাই দিয়েছেন জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করে কোস্টগার্ড স্টেশনে হস্তান্তর করা হয়।

সোমবার (২৮ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটক ডাকাতরা হলো- মো. রহমত মোড়ল (২৬), মো. রবিউল মোল্লা (২৬) এবং মো. জাহাঙ্গীর শেখ (৫১)। তারা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ছাড়া ডাকাত সদস্য মো. রবিউল মোল্লার কাছে বাবু গাজী নামের একটি ভারতীয় আধার কার্ড পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সুন্দরবনের দুবলার চর এলাকায় দয়াল বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। সোমবার সকাল আনুমানিক ৬টায় দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী সদস্যরা সুন্দরবনের দুবলার চরের নিরীহ জেলেদের ওপর আক্রমণ করে। এ সময় দুঃসাহসী জেলেরা নিজেদের আত্মরক্ষার্থে ডাকাতদেরকে প্রতিহত করে এবং একই সঙ্গে দুবলার চরের কোস্টগার্ড স্টেশনে সাহায্য চেয়ে ফোন করে। ডাকাতদের সঙ্গে জেলেদের হাতাহাতির একপর্যায়ে জেলেরা ডাকাতদেরকে তাদের জাল দিয়ে ধরে ফেলতে সক্ষম হয়। হাতাহাতির ফলে ডাকাতরা কিছুটা আহতও হয়।

তিনি বলেন, পরবর্তীতে কোস্টগার্ড উপস্থিত হয়ে ডাকাতদের আহত অবস্থায় আটক করে। উক্ত অভিযানে ১টি বিদেশি এক নলা বন্দুক ও ৩৬ রাউন্ড তাজা গোলাসহ দয়াল বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাতকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com