1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফির আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক : মিচেল মার্শ অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সি গায়ে ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। আইসিসি আয়োজিত সীমিত ওভারের আরেকটি বৈশ্বিক টুর্নামেন্ট তার জেতা বাকি। সেটি হলো চ্যাম্পিয়ন ট্রফি। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি জিতে গৌরবময় এই কীর্তি গড়তে পারতেন।

কিন্তু মার্শের সে স্বপ্ন বাস্তবায়ন আর হচ্ছে না। পিঠের চোটের কারণে যে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে পড়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়ে দুঃসংবাদটি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘জাতীয় নির্বাচক প্যানেল ও অস্ট্রেলিয়ার ছেলেদের চিকিৎসা বিভাগ চোটের কারণে মিচেল মার্শকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ দিয়েছে। পুনর্বাসনপ্রক্রিয়ায় থাকা মার্শের (শারীরিক অবস্থার) যথেষ্ট উন্নতি হয়নি। সম্প্রতি তার পিঠের নিচের অংশে ব্যথা বেড়ে যাওয়ায় নির্বাচক প্যানেলকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পুরোপুরি সেরে ওঠার সুযোগ করে দিতে তাঁর পুনর্বাসনের মেয়াদ বাড়ানো হয়েছে। মার্শের জায়গায় দলে কাকে নেয়া হবে, যথাসময়ে বৈঠক শেষে সেই সিদ্ধান্ত জানাবে নির্বাচক প্যানেল।’

ফক্স স্পোর্টস ও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এ বছর আইপিএলে মার্শের খেলা নিয়ে সংশয় আছে। গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলাম থেকে তাকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

বেশ কিছু দিন ধরে পিঠের চোটে ভুগছেন মিচেল মার্শ। তাই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারছিলেন না। এ মাসের শুরুতে ভারতের বিপক্ষে বোর্ডার–গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দল থেকে বাদ পড়েন। ঘরোয়া ক্রিকেটে তিনি সর্বশেষ খেলেন গত ৭ জানুয়ারি পার্থ স্করচার্সের হয়ে বিগ ব্যাশ লিগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com