নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় সিএনজি চালিত আটোরিকশার ধাক্কায় হালিম বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বানেশ্বরদী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা বানেশ্বরদী পূর্বপাড়া এলাকার মৃত কুবেদ আলীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, হালিমা বেগম তার বাড়ির পাশের রাস্তায় ধান শুকানোর সময় গণপদ্দীগামী একটি আটোরিকশা এসে হর্ণ বাজায়। এতে সে আতঙ্কিত হয়ে দৌড়ে অটোরিকশায় ধাক্কা লেগে রাস্তায় পড়ে আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর কিছুক্ষণ পরই সে মারা যায়।