1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

বালু মহালের ইজারা বাতিলের দাবিতে নালিতাবাড়ীতে মানব বন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর ভোগাই, চেল্লাখালী এবং বুরুঙ্গা বালুমহালের ইজারা বাতিলসহ সবধরণের অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানব বন্ধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের গেইটের সামনের মহাসড়কে নালিতাবাড়ী উপজেলার জনগণের ব্যানারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে উপস্থিত নারী-পুরুষের সাথে একাত্মতা প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক আপন সরকার ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সামাদ। এসময় বক্তারা উপজেলা প্রশাসন কর্তৃক বারবার অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনার পরও অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বালু মহালের ইজারা বন্ধের দাবী জানান।

এসময় তারা বলেন, ভোগাই ও চেল্লাখালী নদীর তিনটি বালু মহাল ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে এবং নদীর বিভিন্ন অংশে ব্যাপকহারে অবৈধ বালু উত্তালন চলছে। এতে করে নাকুগাঁও স্থলবন্দর, নাকুগাঁও ব্রিজ, বুরুঙ্গা ব্রিজ ও রাবারড্যামসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকীতে পড়েছে। প্যারাগন কোম্পানীসহ বিভিন্ন স্থানে বাইরে থেকে বালু কিনে তা পরিবহন করে আনা হলেও ওইসব বালু থেকে রয়েলিটির নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে।

মানব বন্ধন শেষে আয়োজনকরা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com