1. [email protected] : banglar kagoj : banglar kagoj
  2. [email protected] : admin :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

জামায়াতের আমির ও নাহিদ ইসলামের চুম্বনের দৃশ্যটি এআই দিয়ে তৈরি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সম্প্রতি ফেসবুকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের চুম্বনের একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

এতে দেখা যাচ্ছে, ডা. শফিকুর রহমান নাহিদ ইসলামকে চুম্বন করছেন। অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিও ও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিলের একটি ভিডিও সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে ও এখানে

দাবিটির সত্যতা যাচাইয়ে ফ্যাক্টওয়াচ টিম প্রথমে ভিডিও ও ছবিটির উৎস খোঁজার চেষ্টা করে। চুম্বনের দাবিতে ভাইরাল ছবি ও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কালো রঙের জামা পরা একজন ওয়েটারকে দেখা যায়। অনুসন্ধানে প্রাপ্ত বিভিন্ন সংবাদমাধ্যম ও ফেসবুকে সেদিনের এনসিপির আয়োজিত ইফতার মাহফিলের একটি ভিডিওতেও একই ওয়েটারের উপস্থিতি দেখা যায়। এ ছাড়ার নাহিদ ইসলামের পোশাকসহ দুটি ভিডিওর অন্যান্য উপাদান দেখে  নিশ্চিত হওয়া যায় ভিডিওটি ওইদিনেরই।

দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে প্রকাশিত এমন একটি ভিডিও দেখুন এখানে। একই ফুটেজ পাওয়া যায় জাগো টিভি নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে। রেন্টেইজেস (Rantages) নামের একটি মিমভিত্তিক পেজেও একই ভিডিও পাওয়া যায়।

তবে কোনোটিতেই শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে চুম্বনরত অবস্থায় দেখা যায়নি। বরং চুম্বনের দাবিতে ভাইরাল ভিডিওটিতে বেশ কিছু অসঙ্গতির দেখা মিলে। যেমন, মূল ভিডিওতে নাহিদ ইসলামের হাতে ব্রেসলেট বা ঘড়ি জাতীয় কিছু দেখা যায়নি। ভাইরাল ভিডিওটিতে নাহিদ ইসলামের হাতে এমন কিছু দেখা যায়। এ ছাড়া চুম্বনের মূহুর্তে নাহিদ ইসলামের হাতের আঙ্গুল, চেহারার ভাবভঙ্গি,  পাঞ্জাবির হাতার ডিজাইনও হঠাৎ পরিবর্তন হয়ে যেতে দেখা যায়।

এসব অসঙ্গতির কারণে ফ্যাক্টওয়াচ ডিপফেক ভিডিও যাচাইয়ের টুল ‘ডিপফেক ও মিটার’ দিয়ে ভিডিওটি যাচাই করে। টুলটি বিভিন্ন মডেলের সাহায্যে ভিডিওটি বিশ্লেষণ করে জানায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

এ ছাড়া ফ্যাক্টওয়াচের বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এমন অনেক ফ্রি টুল পাওয়া যায়, যেসব টুলের মাধ্যমে এমন ভিডিও বানানো সম্ভব।

অনুসন্ধানে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের চুম্বনের ভাইরাল ভিডিও ও ছবিগুলোকে ‘বিকৃত’ হিসেবে সাব্যস্ত করছে।

সূত্র: ফ্যাক্টওয়াচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com