শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়শেনের (ফারিয়া) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ফারিয়া’র আয়োজনে উপজেলার পাইস্কা এলাকার একটি হোটেলে এ ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠানে ফারিয়া’র নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল হাকিমের সঞ্চালনায় সভাপতি মো. ইকবাল হোসেনের সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে জেলা ফারিয়া’র সভাপতি আশিকুর রহমান, সিনিয়র সহসভাপতি খালেদ মোশাররফ কায়েস, উপজেলা ফারিয়ার সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপদেষ্টা মো. হাশিম উদ্দিন, আলতাফ হোসেন প্রমুখ। এসময় ফারিয়া’র সকল সদস্য বৃন্ধরা উপস্থিত ছিলেন।