শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় যুবদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়।
উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ এর সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপিদ যুগ্ম আহবায়ক ছায়েদুল হক লাঞ্জু, পৌর বিএনপিদর সদস্য সচিব আনোয়ার হোসেন, শহর যুবদলের আহবায়ক মশিউর রহমান লোটাস প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।