কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে সরকারী খাদ্যগুদামের জমি অবৈধ দখল এবং বিক্রির উৎসবে পরিণত হয়েছে।
জানা গেছে, প্রতিবন্ধী বাদশা মিয়া ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়, নিজের কোন জায়গা-জমি না থাকায় মহিপুরের ওয়াপদা রাস্তার বাইরে খাদায় মহিপুর বন্দরে গোডাউনের সামনে ঘড় তুলে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছে। অভিযুক্ত ইউনুস সিকদার লোকজন নিয়ে খোন্তা, কোদাল, ওড়াসহ তার বসত বাড়ির মধ্যে জোরপূর্বক প্রবেশ করে মাটি ভরাট করে ভিটি তৈরি করা শুরু করলে সে তার পরিবারের লোকজন নিয়ে বাধা দিলে ইউনুস সিকদার জোরপূর্বক বাড়ি দখল করিয়া ভিটিতে ঘড় তোলার চেষ্টা করে। প্রতিকার পাওয়ার জন্য প্রতিবন্ধী বাদশা কলাপাডা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন।
প্রতিবন্ধী বাদশা মিয়া আরো জানান, অভিযুক্ত ইউনুস সিকদার বর্তমানে খাদ্যগুদামের প্রায় দেড় একর জায়গা দখল করে আছে এবং অনেকের কাছে দখলকৃত ১৫শতাংশ জমি বিক্রি করেছে। তার জায়গায়ও অবৈধভাবে জোরপূর্বক দখলের চেষ্টা করতেছে। এ ব্যাপারে অভিযোগ দেওয়ার কারনে তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাননাষের হুমকি দিচ্ছে অভিযুক্ত ইউনুস সিকাদার।
স্থানীয় খালেক ফিটার জানান, তার বাসার দরজা এবং একমাত্র চলার পথ খাদ্যগুদামের সম্পত্তি ইউনুস বন্ধ করে দিয়ে তা দখল করে বিক্রি করে দেয়।
অভিযুক্ত ইউনুছ সিকদার তার বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এই জমি সরকারীভাবে বরাদ্ধকৃত তার লিজ নামে আনা হয়েছে হাসের খামার করার জন্য এবং তিনি কোন সরকারি জমি বিক্রি করেননি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্য ও ভিত্তিহীন।
কলাপাড়া খাদ্যগুদামের উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, অভিযোগ নেওয়া হয়েছে এবং সরেজমিনে গিয়ে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে অতিদ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
– রাসেল কবির মুরাদ