বান্দরবান : বান্দরবানের লামা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আমজাদ হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (২৪ মার্চ) সকালে লামা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম লাইনঝিরি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি পশ্চিম লাইনঝিরি এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ডাকাডাকি করে কোনা সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে আমজাদ হোসেনকে নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।