নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুরের নকলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে হামদর্দ এর ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। বুধবার হামদর্দ নকলা শাখা উদ্যেগে সকালে সাড়ে ১০টায় পৌরশহরের শহীদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ওই মেডিকেল ক্যাম্পে প্রায় অর্ধশত দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আয়ুর্বেদ চিকিৎসক জাহাঙ্গীর হোসেন আহমেদ, হামদর্দ নকলা শাখার ব্যবস্থাপক মো. রুহুল আমিন, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু, চিকিৎসক হাকিম সানজিদা ইয়াসমিন, বিক্রয় প্রতিনিধি সোলায়মান হোসেন অফিস সহকারি মো. রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।