বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপির ব্যক্তিগত সহকারী খলিলুর রহমান সোহাগসহ মন্ত্রীর সংস্পর্শে আসা আরো ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। রোববার রাতে ডা. অং শৈ প্রু মার্মা এ তথ্য জানান।
রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি ল্যাবে পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে। এর আগে সন্ধ্যায় কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্টে নাইক্ষ্যংছড়ির ১ মহিলা করোনা শনাক্ত হয়। এ নিয়ে বান্দরবানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত সহকারীসহ মন্ত্রীর সংস্পর্শে থাকা আরো ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। কক্সবাজারে দেরী হওয়ার কারনে গতকাল ৬ জুন মন্ত্রীর সংস্পর্শে আসা ৪জনসহ ৫ জনের নমুনা চট্টগ্রামে পাঠানো হয়। ৭ জুন রাতে করোনা পরীক্ষার রিপোর্টে ৩ জনের করোনা পজেটিভ আসে। এরা হলেন- মন্ত্রীর ব্যক্তিগত সহকারী খলিলুর রহমান সোহাগ, গৃহপরিচারক থোয়াইচা প্রু ও একজন মহিলা।
এর আগে একই দিন সন্ধ্যায় কক্সবাজার থেকে আসা রিপোর্টে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের এক মহিলা করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ জন। নতুন আক্রান্তরা আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানায় স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে পার্বত্য মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী বলেন, মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারীসহ আরো দু’জনের করোনা পজেটিভ এসেছে। ব্যক্তিগত সহকারী খলিল দীর্ঘ ২৩ বছর ধরে দায়িত্ব পালন করে আসছে। নমুনা দেয়ার পর থেকে সে হোম কোয়ারেন্টিনে রয়েছে।
উল্লেখ্য গতকাল শনিবার কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ হওয়ার পর পার্বত্য মন্ত্রীর করোনা পজেটিভ শনাক্ত হয়। এর একদিন পর তার ব্যক্তিগত সহকারীসহ সংস্পর্শে আসা ৩ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে পার্বত্য মন্ত্রী ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
– এন এ জাকির