1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

সচিবালয়ে আগুনে সাবেক যেসব মন্ত্রীর দপ্তর পুড়ল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ সচিবালয়ে বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ১৯টি ইউনিট। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার ফলে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিভে আসে। ধারণা করা হচ্ছে, ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।

আটতলায় রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। পতিত সরকারের আমলে এটির মন্ত্রীর ছিলেন জুনাইদ আহমেদ পলক।তিনি ছিলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। ৫ আগস্টের কয়েক দিন পর তিনি ধরা পড়েন। এখন কারাগারে পলক।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ও ছিল- সাততলাজুড়ে ও আটতলার কিছু অংশে। আওয়ামী সরকারের আমলে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাজুল ইসলাম। সরকার পতনের পর তারও এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

সচিবালয়ের আটতলায় থাকা আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে অর্থ মন্ত্রণালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আবুল হাসান মাহমুদ আলী। ৫ আগস্টের পর তারও হদিস নেই।

ছয়তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এটি সামলাতেন নাজমুল হাসান পাপন। কোথায় আছেন সাবেক এই বিসিসি সভাপতি তা জানা যায়নি।

পাঁচতলা ও ছয়তলায় আরো আছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন নজরুল ইসলাম চৌধুরী, অনেকের মতো সরকার পতনের পর তিনিও পলাতক। ভবনের পাঁচতলায় পুড়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। চারতলায় আগুন লাগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগে।

সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন, সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও ৯ তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা হচ্ছে।

এদিকে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com