আটতলায় রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। পতিত সরকারের আমলে এটির মন্ত্রীর ছিলেন জুনাইদ আহমেদ পলক।তিনি ছিলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। ৫ আগস্টের কয়েক দিন পর তিনি ধরা পড়েন। এখন কারাগারে পলক।
সচিবালয়ের আটতলায় থাকা আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে অর্থ মন্ত্রণালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আবুল হাসান মাহমুদ আলী। ৫ আগস্টের পর তারও হদিস নেই।
ছয়তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এটি সামলাতেন নাজমুল হাসান পাপন। কোথায় আছেন সাবেক এই বিসিসি সভাপতি তা জানা যায়নি।
পাঁচতলা ও ছয়তলায় আরো আছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন নজরুল ইসলাম চৌধুরী, অনেকের মতো সরকার পতনের পর তিনিও পলাতক। ভবনের পাঁচতলায় পুড়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। চারতলায় আগুন লাগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগে।
সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন, সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও ৯ তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা হচ্ছে।