রংপুর : রাতেই গোছানো হয়েছে ব্যাগ, সকালে ছুটিতে বাড়িতে আসবেন ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। পূর্বের সেই প্রস্তুতি অনুযায়ী বাড়িতে ঠিকই আসছেন নয়ন, তবে লাশ হয়ে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় জরুরি প্রয়োজনে আগুন নেভাতে যান নয়ন। সেখানে রাস্তাপারাপারের সময় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় প্রাণ প্রদীপ নিভে যায় তার।
নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন (২৪) রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপড়িয়া গ্রামের কৃষক আখতারুজ্জামানের ছেলে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের মৃত্যুর খবরে বাড়িতে চলছে শোকের মাতম। এক মেয়ে ও এক ছেলে সন্তানের মধ্যে নয়ন ছিল ছোট। সন্তানের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন মা নার্গিস বেগম। সন্তান হারানোর ব্যথা সইতে না পেরে নিজের বুক চাপড়ে আহাজারি করে চলেছেন তিনি। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে শোকের মাতম বইছে পরিবারটিতে। নয়নের এমন মর্মান্তিক মৃত্যুতে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরাও কাঁদছেন। সেই সাথে বাবা-মায়ের একমাত্র ছেলে নয়নের মৃত্যুতে মধ্যবিত্ত পরিবারটির কী হবে, সেই ভাবনাই এখন বেশি ভাবাচ্ছে স্বজনদের।
এদিকে মাত্র ২৩ বছর বয়সেই দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গ করা সাহসী যোদ্ধা নয়নের জন্য বাড়ির অদূরে কবর খোঁড়া হয়েছে, সেই সাথে অন্যান্য প্রস্তুতিও শেষ পর্যায়ে। এখন শুধু ঢাকা থেকে মরদেহ রংপুরে এলেই দাফন কার্য সম্পন্ন করা হবে। নয়নের মরদেহ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন পরিবারের পক্ষ থেকে স্বজনরা। সন্ধ্যার মধ্যে গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। পরিবারের সদস্য ও স্বজনরা তাকে শেষবারের মতো দেখতে অপেক্ষা করছেন।
নিহত নয়নের বাবা আক্তারুজ্জামান দুদু মিয়া জানান, আমার সমস্ত সহায় সম্বল শেষ করে একমাত্র ছেলেকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি। পরে ফায়ার সার্ভিসে চাকরি পায় ছেলে আমার।
তিনি আর বলেন, চাকরিকে ঘিরে নয়নের অনেক স্বপ্ন ছিল। চাকরির পাশাপাশি প্রোমোশনের জন্য পড়াশুনাও চালিয়ে গিয়েছিল। ছড়ান ডিগ্রি কলেজ থেকে এই বছর বিএ ফাইনাল পরীক্ষা দিয়েছে ছেলে। আমার ছেলে সেই পরীক্ষার ফল দেখতে আর পারল না। সব শেষ হয়ে গেল। এ সময় তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।
পরিবারের অন্য সদস্যরা অভিযোগ করে বলেন, আগুন নেভানোর সময় পুরো এলাকাটি সুরক্ষিত রাখা হলে এই ঘটনা ঘটত না। তারা ঘাতক কাভার্ডভ্যান চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার অভিযোগও তুলেছেন তারা।