1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

নতুন পোশাকে পাঁচ শতাধিক মানুষের মুখে হাসি

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর): ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেরপুরে ঝিনাইগাতীতে অসহায় ও সুবিধাবঞ্চিত পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

গত শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকায় আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও ’মেসার্স জুনায়েদ পোল্ট্রি এন্ড ফিস ফিড’ এর স্বত্বাধিকারী মো. ছালেহ আহাম্মদ এসব উপহার তুলে দেন। এবার ঈদে নতুন শাড়ি-লুঙ্গি পেয়ে তারা খুবই আনন্দিত।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও  স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা সাংবাদিক জাহিদুল হক মনির, নলকুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী, ৪নং ওয়ার্ডের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক উমর আলী, উপজেলা ওলামা দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, তারেক জিয়া প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক জসিম মিয়া প্রমুখ।

আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও  ‘মেসার্স জুনায়েদ পোল্ট্রি এন্ড ফিস ফিড’ এর স্বত্বাধিকারী মো. ছালেহ আহাম্মদ বলেন, যারা খুব অর্থকষ্টে থাকেন, তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে, এ প্রচেষ্টার অংশ হিসেবেই এ আয়োজন। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com