নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে গাছ কাটা নিয়ে দ্ব›েদ্বর জেরে বোনের ধাক্কায় বৃদ্ধ বড় ভাই মারা গেছেন। বুধবার (২ এপ্রিল) সকাল নয়টার দিকে উপজেলা পশ্চিম সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভাই দুলাল মন্ডল (৭০) ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত আব্দুল কাদিরের দুই ছেলে দুলাল মন্ডল (৭০) ও হেলিম মন্ডল (৪৩) এবং দুই মেয়ে হামিদা (৫৫) ও তাহমিনা (৪৫)। পৈত্রিক ওয়ারিশ নিয়ে ভাই-বোনের মাঝে দ্ব›দ্ব চলছিল। বুধবার সকালে হেলিম মন্ডল বোনের সীমানায় থাকা গাছ কাটতে গেলে দুই বোন বাধা দেন। বাক-বিতন্ডার একপর্যায়ে ভাই হেলিমের গলা টিপে ধরেন দুই বোন হামিদা ও তাহমিনা। এসময় বড় ভাই দুলাল মন্ডল ফেরাতে এলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন হামিদা। এসময় দুলাল মন্ডল অচেতন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ভাই-বোনের মাঝে উস্কানি দেওয়ার অভিযোগে আশকর আলী (৬৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের বিষয়টিও নিশ্চিত করেন তিনি।