1. [email protected] : banglar kagoj : banglar kagoj
  2. [email protected] : admin :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত জামায়াত ছাত্রদের দলে যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই: আসিফ মাহমুদ শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের অভিযান ব্যক্তিমালিকানা জমিতে রাস্তা নিয়ে বিরোধ: রাতের আঁধারে বাগানের গাছ কর্তন গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, শত শত মানুষ আহত কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন ‎পিরোজপুরে বিশুদ্ধ পানির তীব্র সংকট, ভোগান্তিতে ২ লক্ষাধিক মানুষ সন্ত্রাসের আশ্রয়দাতাকে ছাড় দেবে না ভারত, যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান

জ্যোতির দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

স্পোর্টস ডেস্ক : লাহোরে নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জ্যোতির সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোরে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করেছে বাংলাদেশ নারী দল। ৯৫ রানে খেলছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ৯২ রানে ক্রিজে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। শেষ পর্যন্ত শতকের দেখা পেলেন জ্যোতি, সেটাতেই আবার গড়েছেন রেকর্ড। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রততম সেঞ্চুরি এখন তার।

ব্যাট করতে নেমে টাইগ্রেসরা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তারের ব্যাটে চড়ে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে। একদিনের ক্রিকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

আগে দেশের নারী ক্রিকেটারদের মধ্যে একমাত্র ফারজানা হক পিংকিরই এতদিন সেঞ্চুরি হাঁকানোর কীর্তি ছিল। এবার সেই কীর্তিতে ভাগ বসালেন নারীদের জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ লাহোরে ব্যাট করতে নেমে দ্রুতই ইশমা তানজিমের উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে ৮ রান করে ইশমা যখন বিদায় নেয় তখন বাংলাদেশের সংগ্রহ ৩.৪ ওভারে মাত্র ১৫ রান।

তবে উইকেট হারিয়ে বিচলিত হয়নি টাইগ্রেসরা। দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা এবং শারমিন দারুণ খেলেছেন। ১৪১ বলে ১০৪ রান যোগ হয় এই জুটিতে।

২৮ ওভারের প্রথম বলে ফারজানাকে হারায় বাংলাদেশ। দলের স্কোর তখন ১১৯ রান। ফারজানা আউট হওয়ার আগে ৮২ বলে ৪ চারে ৫৩ রান করেন।

অধিনায়ক জ্যোতি ক্রিজে এসে শারমিনের সঙ্গে জুটি গড়েন। এই জুটিতে রানের গতি বৃদ্ধি পায়। ফলে দ্রুত রান উঠতে থাকে। একই সঙ্গে দুজনই সেঞ্চুরির পথে ছুটছিলেন। কিন্তু জ্যোতির গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে পিছিয়ে গেছেন শারমিন।

ইনিংসের শেষদিকে এসে সেঞ্চুরি পূর্ণ করেন জ্যোতি। মাত্র ৮০ বলে ১৫ চার ও ১ ছয়ে ১০১ রান করে ইনিংসের শেষ বলে আউট হন জ্যোতি। শারমিন অপরাজিত থাকেন ৯৪ রানে। ১২৬ বলে ১১ চারে এই ইনিংস খেলেন তিনি।

থাইল্যান্ডের পক্ষে ফানিতা মায়া, থিপাটচা পুত্থাওয়াং ও ওন্নিচা কামচোংপু ১টি করে উইকেট শিকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com