এন এ জাকির, বান্দরবান : বাংলাদেশের ৩০০নং সংসদীয় আসন পার্বত্য জেলা বান্দরবান। ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৩টি ইউনিয়ন নিয়ে ৪ হাজার ৪৭৯.০৩ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত পাহাড়ি এ জেলা। সরকারী সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার মোট জনসংখ্যা ৪ লাখ ৪ হাজার ৯৩ জন। সম্প্রতি বান্দরবান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বান্দরবান স্বাস্থ্য বিভাগের চিকিৎসা সেবার প্রস্ততি নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। বান্দরবানের ৪ লাখ মানুষের বিপরীতে জেলা স্বাস্থ্য বিভাগের রয়েছে মাত্র ৯৩টি অক্সিজেন সিলিন্ডার। সে হিসেবে বান্দরবান জেলায় প্রতি ৪ হাজার ৩০১ মানুষের জন্য রয়েছে ১টি অক্সিজেন সিলিন্ডার।
জানা গেছে, বান্দরবানের সাতটি উপজেলার সরকারী হাসপাতালে ৯৩টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ৪৫টি, লামা হাসপাতালে সম্প্রতি পাওয়া নতুন ১০টিসহ ২০টি, আলীকদম হাসপাতালে ৮টি, নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ১০টি, রুমা হাসপাতালে ৮টি, রোয়াংছড়ি হাসপাতালে ৮টি এবং থানচি হাসপাতালে ৬টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। বান্দরবান সদর হাসপাতালে ৪৫টি সিলিন্ডারের মধ্যে রোগীকে দেওয়ার উপযোগী রয়েছে ২১টি। জেলায় স্বাস্থ্য সেবা দেয়ার জন্য ৮০ জন চিকিৎসক ও ৯০ জন নার্স রয়েছে। সে হিসেবে গড়ে প্রতি উপজেলায় ১০ জনের বেশি চিকিৎসক ও ১৩ জনের বেশি নার্স থাকলেও প্রতি হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য সে পরিমাণ অক্সিজেন সিলিন্ডার নেই। এখন পর্যন্ত বান্দরবানে ৭৬ জন করোনা আক্রান্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা এ্যাড. আবু জাফর বলেন, হাসাপতালগুলোতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ বাড়ানো উচিত। করোনা আক্রান্তরা যাতে হাসপাতালে গিয়ে অন্তত অক্সিজেনটা পান। কারন, বাইরের জেলাতে আমরা দেখেছি অক্সিজেনের অভাবে চিকিৎসা না পেয়ে অনেকে মারা গেছেন। তাই সময় থাকতে এটা নিয়ে সমন্বয় করা প্রয়োজন। জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগ অথবা প্রয়োজনে সমাজের বিত্তশালীদের শরণাপন্ন হতে পারে, কিভাবে ফান্ড ক্রিয়েট করে অক্সিজেন সিলিন্ডরের ব্যবস্থা করা যায়।
অপর বাসিন্দা আলাউদ্দীন আল আজাদ বলেন, বান্দরবানে যে হারে সংক্রমণ বাড়ছে আক্রান্তের সংখ্যা যদি আরো বাড়ে তাহলে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ দিতে কষ্ট সাধ্য হয়ে পড়বে। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা দরকার।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জসীম উদ্দীন বলেন, ১০০ শয্যার হাসপাতালে ৪৮টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তবে একসাথে রোগীকে দেয়ার মত ২১টি পরিপূর্ণ সেট রয়েছে। কারন শুধু সিলিন্ডার থাকলে হবে না। একজন রোগীকে অক্সিজেন দিতে হলে নল মিটার, ফ্লো মিটার সিলিন্ডার হোল্ডারসহ একটি সেট প্রয়োজন হয়। আমাদের ৪৮টি সিলিন্ডার থাকলেও ২১টি সেট রয়েছে। এখানে অক্সিজেন দেয়ার মত করোনা রোগীর চাপ তেমন নেই। তাই এখন সমস্যা হচ্ছে না। তবে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তাতে যদি করোনা রোগীর সংখ্যা বাড়ে এবং সে ক্ষেত্রে যদি অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা হিমশিম খাব।
একই চিত্র উপজেলার হাসপাতালগুলোতেও। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান ডা. মোহাম্মদুল হক জানান, আমাদের ৫০ শয্যা হাসপাতালের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার যথেষ্ঠ। তবে করোনা আক্রান্তের সংখ্যা যদি বাড়ে এবং তাদের যদি অক্সিজেন দিতে হয় সেক্ষেত্রে ৫০টি সিলিন্ডার দিয়েও কাজ হবে না। কারন করোনা আক্রান্ত ক্রিটিক্যাল রোগীকে দিনে ৫ থেকে ৬সিলিন্ডার অক্সিজেন দিতে হবে। সেক্ষেত্রে ২০ জন করোনা আক্রান্ত রোগীকে সেবা দিতেও কষ্ট হয়ে যাবে। তাই অক্সিজেন দিয়েও করোনা রোগী বাঁচানো যাবে না।
বান্দরবান করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল জানান, আমরা ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রেখেছি। কিন্তু পুরো হাসপাতাল এবং আইসোলেশন ওয়ার্ড মিলে অক্সিজেন সিলিন্ডার আছে মাত্র ৪৫টি। করোনা আক্রান্ত রোগীকে যদি অক্সিজেন দিতে হয় সেক্ষেত্রে ক্রিটিক্যাল একজন রোগীকে মিনিটে ১০ থেকে সর্বোচ্চ ৬০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হতে পারে। সে হিসেবে একজন রোগীর জন্য ২৪ ঘন্টায় ৮টি সিলিন্ডার প্রয়োজন হবে। ফলে ৩ জন রোগীকে সাপোর্ট দেয়ার মত অক্সিজেন সিলিন্ডার ও নেই। সাধারণত এসব রোগীকে আমরা চট্টগ্রামে রেফার করে দেই।
তবে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তাতে সামনে আমরা রেফার করতে পারব কি না জানি না। কারন কোথাও জায়গা নেই। তাই এখন আমাদের উচিত নিজেদের প্রস্তুতি নিয়ে রাখা। আমরা আইসোলেশন ওয়ার্ড তৈরি করার সময় চাহিদা দিয়েছি। মিনিমাম ১ হাজার সিলিন্ডার দেয়ার জন্য। কারন চিকিৎসক নার্স আইসিইউ স্পেশালিস্ট সব আমাদের রয়েছে। কিন্তু অক্সিজেন সিলিন্ডারই যদি না থাকে তাহলে রোগীদের সেবা দিব কিভাবে।
এ বিষয়ে বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বলেন, আমাদের বান্দরবান জেলায় ৯৩টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। স্বাভাবিক সময়ের জন্য এগুলো ঠিক আছে। কিন্তু করোনা সংক্রমণ যে হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। শতকরা ৫ ভাগ রোগীকেও যদি অক্সিজেন দেয়ার প্রয়োজন পরে তবে আমরা সেটা দিতে পারব না। এ মুহুর্তে অক্সিজেনটা খুব জরুরী। কোন কিছু করতে না পারলে অন্তত অক্সিজেন যাতে পায় রোগী। বিভিন্ন জায়গায় দেখা গেছে, অক্সিজেন এর অভাবে মানুষ মারা যাচ্ছে। তাই আমাদের জেলায় যাতে সেটা না হয় হয় সে জন্য আমি করোনা রোগী প্রথম যখন বাংলাদেশে পাওয়া যায় তখনই ১ হাজার সিলিন্ডারের চাহিদা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, জেলা পরিষদকে বলেছি। এমনকি জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনারকে জানিয়েছি। বিভিন্ন এনজিও সংস্থা যারা স্বাস্থ্য বিভাগের সাথে কাজ করে তাদেরও বলেছি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দেয়ার জন্য। কিন্তু এখনো কোন অক্সিজেন সিলিন্ডারা আমরা পাইনি। তাই আমরা স্বাস্থ্য বিভাগের এমএসআর খাত থেকে কিছু অক্সিজেন সিলিন্ডার ক্রয় করার ব্যবস্থা করেছি। এ মুহুর্তে বাজারে অক্সিজেন সিলিন্ডারের সঙ্কট দেখা দিয়েছে। বাজারে পাওয়াও যাচ্ছে না। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আমরা নতুন ১৭টি অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে যোগ করতে পারব।