1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

২৭ বছর পর আসছে ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বিনোদন ডেস্ক : ২৭ বছর আগে ‘হঠাৎ বৃষ্টি’ নামের একটি চলচ্চিত্র তুমুল আলোচনার সৃষ্টি করেছিল। সিনেমা হলে মুক্তির আগেই টেলিভিশনে প্রিমিয়ার হয়েছিল। পরে দর্শক আগ্রহে সেটি সিনেমা হলে মুক্তি পায়।  

২৭ বছর পর নতুন জুটি নিয়ে নির্মিত হচ্ছে জনপ্রিয় চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক।

রিমেক চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। এবারও সিনেমাটিতে অভিনয় করছেন একদম নতুন মুখ- সাদী খান ও রাফিদা, যারা পর্দায় ফুটিয়ে তুলবেন মূল চরিত্র অজিত ও দীপার রূপ।

Hothat Bristi.1‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় ফেরদৌস ও প্রিয়াঙ্কা। ছবি: সংগৃহীত

নতুন মুখ হিসেবেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তারা। তবে রিমেকে আগের কোনো শিল্পীকে রাখা হয়নি।

রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। পরিচালনার দায়িত্বে রয়েছেন কামরুজ্জামান, এবং উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন বর্ষীয়ান নির্মাতা ছটকু আহমেদ।

Hothat Bristi.2‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার দৃশ্যে রাফিদা ও সাদী। ছবি: সংগৃহীত

নতুন এই সংস্করণে সাদী খান ও রাফিদা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজু প্রমুখ।

সোমবার (২৬ মে) রাজধানীর উত্তরার আনন্দবাড়িতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। মহরতের মাধ্যমেই শুরু হয় শুটিং। শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে হবে বাকি দৃশ্যধারণ।

পরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, ‘এটি দর্শকনন্দিত একটি গল্প। রিমেক নির্মাণের কাজটা সহজ নয়। চ্যালেঞ্জ অনেক, তবে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। প্রযোজনা প্রতিষ্ঠানের পছন্দের ভিত্তিতে শিল্পী নির্বাচন করা হয়েছে।’

Hothat Bristi.3‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার শুভ মহরত। ছবি: সংগৃহীত

তবে নতুন কাস্টিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে ‘হঠাৎ বৃষ্টি’র আবেগময় স্মৃতির সঙ্গে এই নতুন রূপের তুলনা করে হতাশা প্রকাশ করেছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘আবার হঠাৎ বৃষ্টি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com