শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে মোটরসাইকেল চাপায় আহত বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার (১২ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বৃদ্ধা পৌর শহরের পোড়াগড় গ্রামের নুর ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।
জানা গেছে, ১১ জুন বৃহস্পতিবার সকালে বৃদ্ধা আনোয়ারা বেগম রাস্তা পার হওয়ার সময় জনৈক হাবিবুল্লার মুদি দোকানের সামনে রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত মেডিকেল অফিসার আনোয়ারাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।