1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

কুরবানি মানুষকে দেখানোর কিছু না: চাষী আলম

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জুন, ২০২৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার আলোচিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজ খ্যাত চাষী আলম। দর্শকমহলে ‘হাবু ভাই’ নামেই পরিচিত তিনি। যদিও সিরিজটির বাইরেও বিভিন্ন সময় নানা চরিত্রে দেখা গেছে তাকে। আর জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত ও পারিবারিক গল্প এবং আসন্ন ঈদ কেন্দ্রিক পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

এবারের ঈদে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর রিলিজ হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। বরাবরের মতো এবারের সিজনেও থাকছেন চাষী আলম। আর দীর্ঘদিন পর সিরিজটিতে শুটিং শুরু করায় বেশ আনন্দিত তিনি।

এ অভিনেতা জানান, অভিনয় জীবনের এই পর্যায়ের অবস্থান কখনো ভাবেননি তিনি। দর্শকের ভালোবাসায় অভিভূত। তার ভাষ্যমতে―সবাই এখন আমাকে ‘হাবু ভাই’ নামে ডাকে। বাচ্চারাও ডাকে, বাচ্চার মাও ডাকে, নানা-দাদারাও ডাকে এই নামে। ‘হাবু ভাই’ আমার জন্য অনেক বড় পাওনা। মহান আল্লাহ তায়ালা আমাকে এটা বহন করার জন্য একটা অশেষ রহমত দিয়েছেন।

এছাড়া আসন্ন কুরবানির ঈদ নিয়ে চাষী আলম বলেন, কুরবানি ঈদ যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী যদি কিছু কিনতে পারি, সেই অনুযায়ী কুরবানি হবে। আসলে এটা তো মানুষকে দেখানোর কিছু না, আল্লাহর নির্দেশ ত্যাগের মহিমায় মহিম্বান্বিত হন। ওইভাবে ত্যাগ স্বীকার করতে হবে। আমার জীবনে সবকিছুই, মানে আমি যে সুস্থভাবে বেঁচে আছি, এটাই তো আমার জন্য অনেক বড়। এটাই উপভোগ করি।

এ সময় ‘হাবু ভাই’ খ্যাত অভিনেতা পরিবার প্রসঙ্গে বলেন, আলহামদুলিল্লাহ, ভালো চলছে। সুইট একটা বেবি হয়েছে। ভাবিনি যে আমার বেবিটা এমন হবে, এখনই সে অনেক পপুলার হয়ে গেছে। ঘুম ভাঙার পর বাবা বাবা বলে ডাক দেয়। ওর মাকেও ডাকে, দাদা-দাদিকে ডাকে, নানাকে ডাকে।

চাষী আলমের ভাষ্য―আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে চাই। ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট, ও যেটা ভালো মনে করবে। সমাজে যেন সবার সঙ্গে ভালোভাবে থাকে, সবাই যেন ওভাবেই দেখে ওকে যে না, একটা ভালো ছেলে। বাকিটুকু আল্লাহ তায়ালা রহমত করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com