বিনোদন ডেস্ক : কথা না বলেই জটিল সব সমস্যার সমাধান তুলে ধরার মাধ্যমে টিকটক প্লাটফর্মে সবচেয়ে বড় তারকা খ্যাতি অর্জন করেন খাবি লামে। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়, সেনেগাল বংশোদ্ভূত সবচেয়ে বড় এই টিকটকারকে গ্রেপ্তার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।
টিকটকার খাবি লামের গ্রেপ্তার হওয়ার দাবির সঙ্গে আইসিই ওয়েবসাইটের একটি স্ক্রিনশটও ছড়িয়ে দেয়া হয়। খাবি লামে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পের ভালো বন্ধু দাবি করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লো বাউডন স্ক্রিনশটটি শেয়ার করেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে সেনেগাল বংশোদ্ভূত টিকটকারের অবৈধ অবস্থায় ও পরবর্তী গ্রেপ্তারের খবর ছড়িয়ে দেয়া হয়।
খাবি লামের গ্রেপ্তারের এ খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তবে পরে জানা যায়, তাকে গ্রেপ্তার করা হয়নি। এটি কেবলই শুধু গুজব। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আইসিই টিকটকার খাবি লামে সম্পর্কে জানিয়েছে, এ ব্যাপারে কোনো তথ্য নেই তাদের কাছে।
প্রকৃত অর্থেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এর কোনো স্পষ্টতা পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তার করা হয়নি, আগেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হয়েছে খাবি লামের। আইসিই আরও জানিয়েছে, সেনেগাল বংশোদ্ভূত টিকটকারকে চলে যাওয়ার জন্য অনুমতি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন তিনি।
প্রসঙ্গত, খাবি লামে একজন সেনেগাল-ইতালীয় টিকটক তারকা। ২০০০ সালের ৯ মার্চ জন্ম তার। শিশু অবস্থায় সেনেগাল থেকে ইতালি আসার পর ২০২২ সালে দেশটির নাগরিকত্ব লাভ করেন তিনি। টিকটকে ছোট ছোট ভিডিও পোস্ট করেন খাবি লামে। যেখানে লাইফ হ্যাক কতটা সহজ তা তুলে ধরেন।
২০২০ সালে মহামারি করোনাভাইরাসের সময় ইতালির চিভাসোতে কারখানার চাকরি হারানোর পর টিকটকে ভিডিও তৈরি শুরু করেন। পরে তারকা খ্যাতি লাভ করেন। টিকটকে তাকে ১৬২ মিলিয়নেরও বেশি মানুষ ফলো করেন তাকে। ২০২২ সালের জুনে টিকটকের সর্বাধিক ফলোয়ারধারী ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান।
ফ্যাশন কোম্পানি হুগো বস, অনলাইন গেম ফোর্টনাইট, রিটেইলর প্রতিষ্ঠান ওয়ালমার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্র্যান্ড চুক্তির মাধ্যমে প্রতি পোস্টে ৭ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত আয় করেছেন তিনি। তার মোট সম্পদের পরিমাণ ১৬ মিলিয়ন ডলার।
টিকটকে সাফল্যের পর অভিনয়েও অভিষেক করেছেন খাবি লামে। ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’ (২০২৪)’ সিনেমায় অভিনয় করেছেন, টুবি সিরিজ ‘খাবি ইজ কামিং টু আমেরিকা’ শোয়েও অভিনয় করেছেন। এছাড়া ‘ইতালিয়াস’ গট ট্যালেন্ট’ শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৩ সালে ওয়েন্ডি থেম্বেলিহলে জুয়েলকে বিয়ে করেছিলেন খাবি লামে। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার আগেই ২০২৪ সালের মে মাসে বিচ্ছেদ হয় তাদের। তিনি ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ এবং ফরচুনের ‘ফোর্টি আন্ডার ফোর্টি’ স্বীকৃত হয়েছেন।