1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

ভালো যাচ্ছে না কুয়াকাটায় পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীদের দিনকাল

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুন, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : ভয়াবহ ও মহামারি করোনা ভাইরাস ও আম্পানের প্রভাবে দিশে হারা কুয়াকাটার পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যাপক ক্ষতির সম্মুক্ষে হোটেল-মোটেল, রেঁস্তোরা, হকার, বিচ ফটোগ্রাফার, ছাতা ব্যবসায়ী, ছোট ছোট দোকানপাট, কুয়াকাটা ট্যুরিস্ট বোট, ট্যুরিস্ট গাইড ও ট্যুর অপাটেরসহ অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ী। হোটেল মোটেলের তথ্য অনুসারে প্রতিবছর আভ্যন্তরিন পর্যটকদের সংখ্যা প্রায় চার লাখ। কিন্তু এ বছরের মার্চ-জুন পর্যন্ত পর্যটকদের আগমন শুণ্যের কোঠায়। ফলে পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসে গেছে।
২০১৯ সালে পর্যটন ব্যবসায়ীরা লাভের মুখ দেখলেও ২০২০ সালে এসে প্রায় ছয়শত কোটি টাকার লোকসান গুনছে। করোনার কারনে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ভিন্ন পেশায় নিয়োজিত থেকে পরিবারকে খাদ্যের যোগান দিত। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের কারনে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান পাটগুলোর উপর তান্ডব চালিয়ে তছনছ করে দিয়েছে। প্রতিটি দোকান চূর্ণবিচুর্ণ হয়ে গেছে। ক্ষত বিক্ষত হয়েছে ব্যবসায়ীদের হৃদয়। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। করোনার প্রভাবে বেকার আর অলস সময় পার করে গচ্ছিত টাকা শেষ। প্রশ্ন উঠেছে আদৌও কি তারা ফিরতে পারবে তাদের পুরোনো ব্যবসায়? এমন হাজারো প্রশ্ন এখন তাদের মনে ঘুরপাক খাচ্ছে।
স্থবির হয়ে গেছে ব্যবসায়ীরা। হোটেল-মোটেলগুলো মৃত্যুর মত দাড়িয়ে আছে। কিছু কিছু ব্যবসায়ী তাদের দোকানপাট খুলে মালামালগুলো ঠিক আছে কিনা দেখে নিচ্ছেন। দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। ছাটাইয়ের পাশাপাশি কর্মচারীদের ছুটি দিয়ে দিছেন অনেকেই। কেউ আবার ভিন্ন পেশা নিয়ে ভাবছেন। দোকানে দোকানে হরেক রকমের মালামালের পশরা এখন শুধুই স্মৃতি।
হকার আর বিচ ফটোগ্রাফাররা অলস সময় পার করছে। বিচ পয়েন্টে ছাতাগুলো খালি পড়ে আছে। মাহিম ফ্যাশনের স্বত্বাধিকারী মো. আনোয়ার বলেন, দোকান ভাড়াসহ কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছি। কবে যে শেষ হবে এমন বালা জানি না। তবে কয়েকদিন পর পথে বসতে হবে।
সাগর পাড়ের চা বিক্রেতা কামাল বলেন, আগে চা সিগারেট বেচতাম, ভালোই আয় হতো। এহন দুই বেলা ভাত জোডে না। ফুসকা বিক্রেতা বনি আমিন বলেন, প্রতিদিন ১হাজার থেকে ১৫শ টাকার ফুসকা বিক্রি করতাম। করোনার কারনে বেচাকিনা নাই। কোন রকম বাইচ্চা আছি। ফুসকা আর বেচমু না। বাহিরে কাজ করে সংসার চালাতে হবে।
কনফিডেন্স ট্যুরিজম ও ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক মো: সাইদুর রহমান বলেন, পর্যটকদের সেবা দিতে যারা ব্যস্ত ছিল তারাই আজ বেকার। অলস সময় পার করার ফলে দিনদিন কষ্ট দীর্ঘ হচ্ছে।
ট্যুর অপারেটর এ্যসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াকের) সেক্রেটারি আনোয়ার হোসেন আনু বলেন, দির্ঘদিন কুয়াকাটা লকডাউন থাকার ফলে ট্যুর অপারেটররা বেকার হয়ে পড়ছে সঞ্চিত টাকা শেষ। এখন প্রতিদিন কষ্ট করে দিন পার করতে হয়।
কুয়াকাটা ট্যুরিস্ট সেন্টার ও ইলিশ পার্কের ব্যবস্থাপনা সম্পাদক রুমান ইমতিয়াজ তুষার বলেন, প্রতি মাসেই লোকসান গুনতে হচ্ছে। বিপুল পরিমাণ ক্ষতি পুষিয়ে নিতে অবশ্যই সরকারের সহযোগিতা প্রয়োজন হবে।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট আকন বলেন, এসব ব্যবসায়ীর প্রতি সরকারের সুদৃষ্টি দেয়া উচিত।
হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, হাজারো মানুষের জীবিকা ও অর্থনীতির চাকা সচল রাখতে উপায় খোঁজা হচ্ছে স্থানীয় প্রশাসনসহ হোটেল-মোটেলে’র মালিকরা মিলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com