
নালিতাবাড়ী (শেরপুর) : স্বামীর বেশে অন্ধকার ঘরে ঢুকে ঘুমন্ত ভাতিজা বউকে ধর্ষণ করেছে আবুল কাসেম (৪৫) নামে এক চাচা শ^শুর। ধর্ষণের একপর্যায়ে ওই গৃহবধূ বিষয়টি টের পেলে পালিয়ে যায় অভিযুক্ত চাচা শ্বশুর কাসেম। তবে টেনে লুঙ্গি খোলে রেখে দেওয়ায় প্রমাণসাপেক্ষে বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় স্থানীয়রা। ফলে এ নিয়ে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব কলসপাড় এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার রাতে কাসেমকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত আবুল কাসেম পূর্ব কলসপাড় এলাকার পচন শেখের ছেলে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে স্বামী বাইরে থাকায় দরজা চাপিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন গৃহবধূ। রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাসেম সুযোগ বুঝে ঘরে ঢুকে স্বামীর অভিনয় করে ঘুমন্ত ভতিজা বউকে ধর্ষণ করতে থাকে। প্রথমে স্বামী ভাবলেও আচরণে সন্দেহ হওয়ায় বিষয়টি টেরে পেলে ওই গৃহবধূ চিৎকার শুরু করেন। এসময় আবুল কাসেম দৌড়ে পালাতে পারলেও গৃহবধূ লুঙ্গিতে টেনে ধরায় লুঙ্গি রেখেই পালান কাসেম। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করলেও অভিযুক্তের সাড়া মেলেনি। পরে শুক্রবার রাতে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।