
মনিরুল ইসলাম মনির : বর্জ্য ব্যবস্থাপনা না করে পরিবেশের বারোটা বাজিয়ে প্রায় দশ বছর ধরে ডিম উৎপাদন করছে হালুয়াঘাটের রানা ফার্ম এন্ড হ্যাচারি নামে একটি প্রতিষ্ঠান। এলাকাবাসীর বারবার বাঁধার মুখে প্রায় আট লাখ লেয়ার মুরগীর বর্জ্যে এই প্রতিষ্ঠানের আশপাশের পরিবেশ বিষিয়ে উঠেছে। প্রতিদিনের নিষ্কাষিত বর্জ্যে দূষিত হচ্ছে পাশে থাকা নালিতাবাড়ীর ‘বুড়ি ভোগাই’ নদী, নদীর মাছ ও অন্যান্য জীব-বৈচিত্র। পানিবাহিত রোগ বাড়ছে আশপাশের এলাকায়। নদীর পানি সেচকাজে ব্যবহার করলে মরে যাচ্ছে ফসল। দুর্গন্ধে অতীষ্ঠ আশপাশের বাসিন্দারা। এমতাবস্থায় দ্রুত এ সমস্যার সমাধান চান দুই উপজেলার কয়েক গ্রামের অন্তত পনেরো হাজার মানুষ।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যুগলী গ্রামে প্রায় দশ বছর আগে গড়ে ওঠেছে মুরগীর ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘রানা ফার্ম এন্ড হ্যাচারি’। বর্তমানে এখানে লেয়ার মুরগীর সংখ্যা প্রায় আট লাখ। এর পাশেই রয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রাম। যুগলী ও সোহাগপুর এই দুই গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া নদী ‘বুড়ি ভোগাই’। প্রতিষ্ঠানটি হ্যাচারিতে বর্জ্য ব্যবস্থাপনা না করে তাদের বায়োগ্যাস প্ল্যান্ট থেকে প্রতিদিন নিজেদের ছোট পুকুরে বর্জ্য নিষ্কাষণ করে। পরবর্তীতে কখনো সন্ধ্যায়, কখনো রাতের আঁধারে আবার বর্ষাকালে বৃষ্টির সময় ওই পুকুর থেকে পাকা ড্রেনের মাধ্যমে বর্জ্য ফেলা হচ্ছে ‘বুড়ি ভোগাই’ নদীতে। এর ফলে ‘বুড়ি ভোগাই’য়ের পানি এখন পুরোপুরি দূষণের শিকার। ক্যামিকেল মেশানো দূষিত কালচে রঙের বিষাক্ত পানি নদীতে মিশে মরে যাচ্ছে নদীর মাছ। মরছে অন্যান্য জলজ প্রাণী। পানিতে নামলেই মরে যাচ্ছে গৃহপালিত হাঁস। এমনকি নদীর ওই পানিতে গোসল করালে গবাদি পশু নানা চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও এ নদীর পানি সেচকাজে ব্যবহার করলে মরে যাচ্ছে সব ধরণের ফসল। দুর্গন্ধে অতীষ্ঠ হয়ে পড়ছেন আশপাশের মানুষ।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, আগে যেখানে নদীর পানি নিজেদের গোসল, থালা-বাসন ধোওয়া ছাড়াও দৈনন্দিন কাজে ব্যবহার করতেন, এখন সেখানে গবাদি পশু গোসল করানো যায় না। বর্জ্যরে পানি নদীতে পড়ার সাথে সাথে মাছ মরে ভেসে উঠে। নিজেদের পা চুলকায়। মানুষ ও গবাদি পশুর চর্ম রোগ হয়।
ভুক্তভোগীরা আরও জানান, সবসময় এমন দুর্গন্ধ ছড়ায় যে, এখানে কেউ সমন্ধ করতে আসতে চায় না। বাড়িতে আত্মীয়-স্বজন এলে থাকতে চান না। কেউ কেউ আবার দুর্গন্ধে অতীষ্ঠ হয়ে এলাকা ছেড়ে চলে গেছেন।
সোহাগপুর গ্রামের ভুক্তভোগী আফাজ মিয়া জানান, পানি ছাড়ার পর এমন একটা দুর্গন্ধ ছড়ায় যে, এখানে বসে থাকা যায় না। দুই কিলোমিটার পর্যন্ত মানুষ ঘরে থাকতে পারে না। শিশু এবং অর্ধবসয়ী মানুষ অসুস্থতায় ভোগছে। এখানে ভালো মানুষ আত্মীয় করতে চায় না।
আরেক ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, রানা ফার্মের বর্জ্যরে পানি যখন ছাড়ে, তখন ‘বুড়ি ভোগাই’ থেকে ‘দর্শা’ নদী পর্যন্ত সব মাছ মরে যায়। এই মাছ খাওয়ারও যোগ্য থাকে না। তিনি বলেন, আগে আমরা নদীতে বাঁধ দিয়ে এর পানি সেচ কাজে লাগাতাম। এখন এ পানি সেচ কাজে ব্যবহার করলে ফসল মরে যায়।
একই এলাকার সোহেল রানা জানান, আমার ভগ্নিপতির এখানে বাড়ি ছিল। এই বর্জ্যরে দুর্গন্ধের কারণে থেকে অন্য এলাকায় চলে গেছে।
সম্প্রতি নালিতাবাড়ী ও হালুয়াঘাট উপজেলার ভুক্তভোগী বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ করে প্রতিকার চেয়েছেন।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু দুই আন্তঃউপজেলার বিষয়। তাই প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে তদন্ত করে জেলা প্রশাসকের মাধ্যমে সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক মেজ-বাবুল আলম ফার্মটির বর্জ্য ব্যবস্থাপনা সন্তোষজনক নয় বলে স্বীকার করে জানান, সম্প্রতি স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শন করে কম্পোস্ট প্ল্যান্ট স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, আমার জানামতে এখনো তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই পুনরায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ বিষয়ে রানা ফার্ম এন্ড হ্যাচারির ব্যবস্থাপক শাহিনুজ্জামানের মতামত চাইলে তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরঞ্জাম এলসি করা হয়েছে। আমরা ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছি। আগামী ডসেম্বরের মধ্যেই বর্জ্য ব্যবস্থাপনা করা হবে।