
শেরপুর : প্রায় একশ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা সহজসহ দুর্ভোগ কমবে প্রায় ৫ হাজার মানুষের বসবাস বিচ্ছিন্ন ব-দ্বীপ গ্রাম কুড়ালিয়াকান্দার। স্থানীয়দের ভাষায়, ব্রিটিশ আমল থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন এ গ্রামের মানুষদের নির্বাচন এলেই দেওয়া হয় প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবে কাঁচা রাস্তা ও চারদিক নদী আর বিল বেষ্ঠিত এ গ্রামের দিকে সু-দৃষ্টি পড়ে না কারোর। ফলে প্রায় দুই হাজার ভোটার ও একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলেই শিকার দুর্ভোগের।
জানা গেছে, শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের সর্বোত্তরে বিল আর নদী বেষ্ঠিত গ্রাম কুড়ালিয়াকান্দা। ব্রিটিশ আমল থেকেই যে গ্রামের চারপাশে পানি। মালিঝি নদীর শাখা বৈঠাভাংগা এবং ফুলবাইরা বিল দিয়ে পরিবেষ্ঠিত এ গ্রামটি। ২৬ নং কুড়ালিয়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাড়াও শান্ত-ছায়া সুনিবীর যে গ্রামের জনসংখ্যা প্রায় ৫ হাজার। তবে যাতায়াতের মাধ্যম বর্তমানে ইউনিয়ন পরিষদের প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কাঠের সাঁকো। ভাঙাচোড়া ও নড়বড়ে এ সাঁকো দিয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, শতশত মানুষ, অটোরিকশার মতো ছোট যানবাহন চলাচলসহ কৃষিপণ্য আনা-নেওয়া চলে। ফলে যেমনি রয়েছে ঝুঁকি, তেমনি বর্ষাকালে কাঁচা রাস্তায় চলতে গিয়ে পোহাতে হয় দুর্ভোগ।
এ গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহেদ জানান, গ্রামটির চারদিকে পানি। আমরা দ্বীপের মধ্যে বাস করি। কাঠের সাঁকো আর মাটির রাস্তায় চলাচলে খুব সমস্যা হয়। গৃহবধূ আমেনা বেগম জানান, গ্রামটিতে প্রবেশের মাধ্যম কাঠের সাঁকো ছাড়াও কাঁচা রাস্তাটির দশাও বেহাল। বর্ষায় চরম দুর্ভোগ নিয়ে চলাচল করেন এখানকার বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে ভরা রাস্তায় চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। দুর্ভোগ পোহাতে হয় রোগী নিয়ে। অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্যোগ মোকাবেলার সুযোগ নেই এখানে।
কুড়ালিয়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রাদিয়াতুল জান্নাত জানায়, কাঠের ব্রিজে চলতে আমাদের ভয় হয়। কাঁদা রাস্তায় চলতে কষ্ট হয়। পাকা ব্রিজ আর পাকা রাস্তা হলে আমাদের ভালো হয়।
ভুক্তভোগী অটোচালক রবিন জানান, জাতীয় নির্বাচন থেকে স্থানীয় সরকার নির্বাচন। ভোটের সময় এলেই আশ্বাস দেন প্রার্থীরা। কিন্তু নির্বাচনের পর আর কেউ খোঁজ রাখেন না এখানকার বাসিন্দাদের। নির্মাণ হয় না পাকা ব্রিজ, তৈরি হয় না পাকা রাস্তা।
শিক্ষক মাসুম মিয়া জানান, আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা এখানে একটি ব্রিজ নির্মাণ। তাই আমাদের দাবী হলো, একটি পাকা ব্রিজ যেন নির্মাণ করে দেওয়া হয়।
এদিকে গ্রামটিতে প্রবেশের রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আইডিভুক্ত কি না তা খোঁজ নিয়ে ব্রিজ ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শেরপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।