1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত’ ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর স্বতন্ত্র প্রার্থী হওয়ায় শেরপুরে জেলা বিএনপি নেতা মাসুদকে বহিস্কার আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন : সালাহউদ্দিন গানম্যান পেলেন জামায়াত আমির আগামী নির্বাচনের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : প্রধান উপদেষ্টা মোবাইল আমদানিতে শুল্ক ৬০ শতাংশ কমালো এনবিআর বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি সচল করছে ভারত

নানা সমস্যায় জর্জরিত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিলছে না সঠিক স্বাস্থ্যসেবা

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ প্রতিবেদক: চিকিৎসকসহ অন্যান্য পদে জনবল সংকট, অপ্রতুল ওষুধ সরবরাহ, নি¤œমানের খাবার, নষ্ট এ্যাম্বুলেন্সসহ নানা সমস্যায় জর্জরিত ৫০ শয্যা বিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে বিঘিœত হচ্ছে প্রায় পৌণে তিন লাখ মানুষের সরকারী স্বাস্থ্যসেবা।

তথ্যমতে, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার প্রায় পৌণে তিন লাখ জনসংখ্যার সরকারী স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। বর্তমানে এ উপজেলায় ১৭ জন মেডিকেল অফিসারের মধ্যে রয়েছেন ৪ জন। ১০ জন কনসালটেন্ট থাকার কথা থাকলেও রয়েছেন ২ জন। রয়েছে সহকারী সার্জন, এনেসথেশিয়া, উপ-সহকারী মেডিকেল অফিসার ও পরিচ্ছন্নতাকর্মীর সংকট। আউটডোর ও ইনডোর মিলিয়ে প্রায় অর্ধশতাধিক আইটেমের ওষুধ সরবরাহ থাকলেও তা চাহিদার তুলনায় কম থাকায় অনেক ওষুধ সরবরাহের পরপরই শেষ হয়ে যায়। ফলে অন্যরা ফিরে যায় খালি হাতে। এমনকি মাসের মাঝামাঝি পার হওয়ার পর ওমিপ্রাজল, প্যারাসিটামলের মতো ওষুধও পান না বহিঃর্বিভাগে আসা রোগীরা।

এদিকে সবক্ষেত্রে জনবল সংকট চরমে থাকায় বিঘ্নিত হচ্ছে সরকারী স্বাস্থ্যসেবা। যারা দায়িত্বে রয়েছেন তারাও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে স্বাস্থ্যসেবা প্রত্যাশিরা এসে দীর্ঘ লাইনে দাড়িয়ে কোনমতে পরামর্শ নিলেও পাচ্ছে না সঠিকভাবে ওষুধ। উপজেলা পর্যায়ে থাকা সবধরণের পরীক্ষা-নীরিক্ষাও করা যাচ্ছে না এখানে। অনেক দিনের পুরনো এনালগ এক্সরে মেশিনটি সচল থাকলেও রয়েছে চরম ফিল্ম সংকট। বেসরসকারী উদ্যোগে ব্র্যাক এর পক্ষ থেকে একটি ডিজিটাল পোর্টেবল মেশিন হাসপাতালে স্থাপন করা হলেও টেকনিশিয়ান না থাকায় এ মেশিনটিও বর্তমানে বন্ধ রয়েছে। একমাত্র আল্ট্রাসনোগ্রাম মেশিনের প্রিন্টার নষ্ট হওয়ায় বন্ধ রয়েছে আল্ট্রাসনোগ্রাম। নারী টেকনিশিয়ান না থাকায় ইসিজি করতে এসে ফিরে যান অসংখ্য নারী রোগী। ফলে টেকনিশিয়ান, এক্সরে ফিল্ম ও আল্ট্রাসনোগ্রাম মেশিন জরুরী হয়ে পড়েছে হাসপাতালটিতে। এনেসথেশিয়োলজিস্ট না থাকায় এবং এনেসথেশিয়া মেশিনে হেলোথেন চেম্বার থাকায় সিজারিয়ান ডেলিভারী সম্ভব হচ্ছে না।

তথ্যমতে, হেলোথেন চেম্বার সম্বলিত এনেসথেশিয়া মেশিন সরকারীভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারীভাবে অনুমোদিত আইসোফ্লোরেন সম্বলিত এনেসথেশিয়া মেশিন এখনো পর্যন্ত সরবরাহ করা হয়নি। ফলে ২০১৬ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার পর হাসপাতালটিতে সিরাজিয়ান ডেলিভারী হওয়ার কথা থাকলেও নানা সংকটে চালু হয়নি আজও। জেনারেল সার্জন না থাকায় এখনো চালু হয়নি অপারেশন থিয়েটার। রয়েছে হোমিওপ্যাথিক ওষুধ সরবরাহ সংকট।

এছাড়াও দায়িত্বরতদের বিরুদ্ধে রয়েছে দায়িত্বে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ। কর্মস্থলে থাকেন না গাইনী বিশেষজ্ঞ ডাঃ মায়া হুড়। প্রতিদিন সকালে তিনি শেরপুর শহর থেকে এসে বায়োমেট্টিক হাজিরা দিয়ে কিছু সময় পর চলে যান। ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা ফিরে যান হতাশা নিয়ে।

হাসপাতাল সূত্র জানায়, ২০০৮ সালের পর থেকে ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ না থাকায় পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা প্রহরীসহ নানা জনবল সংকট রয়েছে। ফলে পরিচ্ছন্নতা নিয়ে রয়েছে রোগীদের অভিযোগ। অভিযোগ রয়েছে খাবারের মান নিয়েও। সরকারীভাবে দেওয়া তিনটি এ্যাম্বুলেন্সের মধ্যে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটিই।

সেবা নিতে আসা রোগীরা জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে এক-দেড়শ টাকা ভাড়া দিয়ে সরকারী হাসপাতালে আসেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে। কিন্তু এখানে আসার পর ডাক্তাররা প্রেসক্রিপশন করে প্যারাসিটামল, আয়রণ, ওমিপ্রাজল ও এন্টাসিড জাতীয় ট্যাবলেড দিয়ে বাকী ওষুধ বাইরে থেকে কিনে খেতে পরামর্শ দেন।

তারা অভিযোগ করে বলেন, ডাক্তাররা ভালো ব্যবহার করেন না, ভালোভাবে বুঝিয়েও দেন না। কিন্তু বাইরে গিয়ে ভিজিট দিলে ওই ডাক্তারই ভালোভাবে সব বুঝিয়ে দেন। তাহলে সরকারী হাসপাতালে এসে আমাদের লাভ কি?

হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা জানান, মোটা চালের ভাতে বয়েলের গন্ধে পাওয়া যায়। পাঙ্গাস মাছে হলুদের যে ঝুল দেওয়া হয় তা খাওয়ার উপযোগী না। বাইরে থেকে খাবার কিনে খেতে হয়।

এদিকে হাসপাতাল চত্বরে প্রতিনিয়ত অটোরিকশা ও সিএনজি অস্থায়ী স্টেশন বানিয়ে ফেলেছে। হাসপাতাল গেইটের আশপাশেও অটোরিকশা ও সিএনজির স্টেশন থাকায় হাসপাতালে রোগী নিয়ে প্ররবেশই দায় হয়ে পড়ে। জানযটে ঘটে ছোটখাটো দুর্ঘটনা। সকালে বিভিন্ন ওষুধ কোম্পানী প্রতিনিধিদের চাপ তো আছেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ জানান, চিকিৎসক ও ওষুধ সংকট রয়েছে। এ সংকটের মধ্যেও আমরা চেষ্টা করছি স্বাস্থ্যসেবা চালিয়ে নিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com