1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

করোনা পরীক্ষার ফি নির্ধারণ গণবিরোধী সিদ্ধান্ত: রিজভী

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২০

ঢাকা: করোনা পরীক্ষায় ফি নির্ধারণ করা গণবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৪ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন বিফ্রিংয়ে তিনি বলেন, ‘‘বাংলাদেশ এখন দুর্নীতির জন্য সারা বিশ্বের কাছে মডেল। কারণ সরকার ‘স্বর্ণের মেডেল’ থেকে স্বর্ণ চুরি করে আবার করোনায় বিপর্যস্ত মানুষের জন্য বরাদ্দ করা ত্রাণের চাল চুরি ও নকল মাস্কের ব্যবসা করতেও রোল মডেল হয়েছে।’’

তিনি বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষায় ২০০ টাকা ফি আরোপ করার সিদ্ধান্ত বিস্ময়কর। এমনিতেই অর্থনৈতিক সংকট চরমে। মানুষের ঘরে খাবার নেই। হাসপাতাল ঘুরে ঘুরে অসহায়ভাবে পথে-ঘাটে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। প্রয়োজনের তুলনায় পরীক্ষাও হচ্ছে নামমাত্র। এরমধ্যে এই গণবিরোধী সিদ্ধান্ত নেওয়া হলো।’

রিজভী বলেন, ‘যেখানে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও সব বিশেষজ্ঞ করোনা সংক্রমণ রোধে টেস্ট বৃদ্ধি করাকেই প্রধান অবলম্বন বলছেন, সেখানে টেস্ট করাতে ফি নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে নিম্ন আয়ের মানুষ উপসর্গ থাকার পরও করোনা পরীক্ষা করাতে পারবে না। তাদের চিহ্নিত করে কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নেওয়া যাবে না। এতে সংক্রমণ দ্রুত বাড়তে থাকবে। লাশের মিছিল দীর্ঘ হবে। অনেক দিন ধরে ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত বন্ধ। মানুষের আয়ের উৎস থেমে গেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!