নালিতাবাড়ী (শেরপুর) : আগামী ৪ জানুয়ারি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক, শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কর্তৃক সাঁটানো পোস্টারের উপর শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার প্যানা বোর্ড স্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতৃবৃন্দ।
২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নালিতাবাড়ী শহরের উত্তর বাজারস্থ ইউনিয়ন ভূমি অফিসের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে লাগানো পোস্টারের উপর প্যানা দেখে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন তারা।
বিএনপি নেতৃবৃন্দ জানান, মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। তিনি একজন সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেছেন। এমন একজন ব্যক্তি ও উদারমনা মানুষের মৃত্যুবার্ষিকীর পোস্টারের উপর শাহীন স্কুলের প্যানা লাগানো কোনভাবেই মেনে নেওয়া যায় না। এটা স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার পরিচয় মিলে।
তবে এ বিষয়ে শাহীন স্কুল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে তা সড়িয়ে ফেলার কথা জানিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।