শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জুলাই- আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এ সময় জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোহন মিয়া, রাজমনি আক্তার, আহতের বর্ণানা দিয়ে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। শহিদদের বর্ণানা দিয়ে বক্তব্য দেন শহিদ সবুজ মিয়ার মা মোছাঃ সমেজা খাতুন, শহিদ বকুলের স্ত্রী মোছাঃ মনিকা আক্তার।
অন্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির সভাপতি আঃ রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ, উপজেলা সমাজ সেবা অফিসার কামরুজ্জামান, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় শহিদ ও আহতদের পরিবারকে পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতা কামনায় আলোচনা করা হয়। এছাড়াও রাস্ট্র সংস্কারের বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।