1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

আড়াই মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকাকে গুলি করে হত্যা করেছিল প্রেমিক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে প্রেমিকা শাহিদা ইসলামকে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে এনে শনিবার সকালে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছিল কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি গত ৫ আগস্ট ঢাকার ওয়ারী থানা থেকে লুন্ঠিত হওয়া অস্ত্র বলে জানিয়েছেন তিনি।

পুলিশ সুপার বলেন, প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে ভোলার ইলিশায় একটি যাত্রীবাহী লঞ্চ উঠে প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। সোমবার ভোরে লঞ্চ থেকে অভিযুক্ত প্রেমিক তৌহিদ শেখ তন্ময় গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আসামির দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচে পানি থেকে হত্যাকাণ্ড ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে, গত শনিবার রাতে নিহত শাহিদা ইসলাম রাফার মা জরিনা বেগম শ্রীনগর থানায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে প্রধান অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। নিহত শাহিদা রাজধানী ঢাকার ওয়ারীতে পরিবারের সাথে থাকতেন।

সে ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মৃত মো. মোতালেবের মেয়ে তিনি। তারা ২ ভাই ও ৩ বোন।

প্রসঙ্গত, শনিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকা থেকে গুলিবিদ্ধ তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com