আমিরুল ইসলাম, জ্যেষ্ঠ প্রতিবেদক : দরিদ্র ও অসহায় পরিবারের সন্তানদের মাঝে করোনা ভাইরাস উপলক্ষে সরকারিভাবে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার (১০ জুলাই) দুপুরে তালিকায় থাকা ৪৮জন উপকার ভোগিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চিনি, সাগু, মসুর ডাল এবং বিস্কুটের প্যাকেট। বিতরণকালে নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়নে শিশুখাদ্য বিতরণ চলমান রয়েছে বলে জানা গেছে।