শেরপুর : শেরপুরে নিজের ঘরে বৈদ্যুতিক ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে রেজাউল করিম সামুন (২৭) নামে এক বিদ্যুৎ প্রকৌশলী।
বৃহস্পতিবার সন্ধ্যার পর শেরপুর সদর উপজেলার চরমোচারিয়ার ধাতিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামুন ওই গ্রামের হারুণ অর রশিদের ছেলে। সে ইলেক্ট্রিকে বিএসসি ইঞ্জনিয়ারিং শেষ করে ঢাকার একটি ফার্মে কাজ করত। পারিবারিক সূত্র জানায়, ঢাকা থেকে বাড়িতে বেড়াতে এসে সন্ধ্যার পর নিজ ঘরে বৈদ্যুতিক ফ্যান লাগাতে যায় সামুন। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শকে সে মারা যায়।