মেহেদী হাসান সাকিব, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঘোষিত কর্মসূচী সারাদেশে সকল মন্দির ও প্রার্থনালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা ও শহর শাখার যৌথআয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ফল ও ওষুধী বৃক্ষরোপণ করার মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নালিতাবাড়ী উপজেলা হিন্দ-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, জেলা কমিটির সহসভাপতি এ্যাডভোকেট সুধাংশু কালোয়ার, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক যোগেন রায়, গোপাল জিয়াউর মন্দিরের সভাপতি বাদল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সত্যরঞ্জন সরকার, পূজা উদযাপন পরিষদ শহর কমিটির সভাপতি বিবেক চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ শহর শাখার সভাপতি পবন সাহাসহ হিন্দু সনাতন ধর্মালম্বীর অন্যান্য ব্যক্তিবর্গ।