আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় ইরানের বিপ্লবী বাহিনীর এলিট ফোর্স আল কুদসের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলা চালানো হয়।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এ হামলা চালানো হয়েছে।
বিমানবন্দরে সোলাইমানির গাড়িবহরের ওপর হামলায় ইরাকের শীর্ষ শিয়া মিলিশিয়া কমান্ডার আবু মাহদিও নিহত হয়েছে।
জেনারেল সোলাইমানি ইরানের অত্যন্ত প্রভাবশালী সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত। তার নেতৃত্বাধীন কুদস বাহিনী সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় পরিচালিত হয়।
সোলাইমানি নিহতের পর এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এই হামলার জবাবে ইরান তীব্র প্রতিক্রিয়া দেখাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার পরপর টুইটারে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার ছবি প্রকাশ করেন।
ইরাকের আধাসামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে তিনটি রকেট আঘাত হানে। দুটি রকেট বিমানবন্দরের কার্গো টার্মিনালের কাছে আঘাত হানে। এতে আধাসামরিক বাহিনীর পাঁচ সদস্য ও দুই ‘অতিথি’ নিহত হয়। বিস্ফোরিত হয় দুটি যান।
স্থানীয় মিলিশিয়া কমান্ডার আবু হুনতাথার আল হুসাইনি বলেন, ‘আমেরিকান অপরাধীদের কাছে গাড়িবহর যাতায়াতের পুরো তথ্য ছিল’।