1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

শ্রীবরদীতে করোনায় কর্মহীন কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : দেশব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজেন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে নিদারুণ অর্থ কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী বরাবর প্রণোদনা প্রাপ্তির পত্যাশায় কর্মহীন শিক্ষকদের নিয়ে এ মানববন্ধন করা হয়।
শনিবার সকাল ১১টা থেকে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার ৩০টি কিন্ডারগার্টেনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে কর্মহীন শিক্ষকদের মানবেতর জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন- উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক এম.এ ছাত্তার বাবু, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, যুগ্মআহাবায়ক হাফিজুর রহমান ফারুক, যুগ্ম আহবায়ক রনি মোদক, সদস্য মিজানুর রহমান, সবুজ মিয়া প্রমুখ।
এসময় উপজেলার ৩০টি কিন্ডারগার্টেনের কয়েক শতাধিক শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com